Advertisement
২৬ এপ্রিল ২০২৪

আশাহত শম্পাও বিজেপির পথে

শম্পার বক্তব্য, ‘‘মুকুল রায় তৃণমূলে থাকাকালীন আমাদের কথা শোনা হত। এখন কেউ কথা শোনেনই না। পার্থ চট্টোপাধ্যায়, ফিরহাদ হাকিম, শুভেন্দু অধিকারীকে আমার অসুবিধার কথা বলেছি।’’

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ২৫ জুন ২০১৯ ০০:৫৮
Share: Save:

বাঁকুড়ার বিধায়ক শম্পা দরিপা কি বিজেপিতে যাচ্ছেন? ২০১৬ সালে কংগ্রেসের টিকিটে জিতে শম্পা তৃণমূলে যোগ দিলেও কাগজে-কলমে এখনও কংগ্রেসের বিধায়ক। সোমবার বিধানসভার অলিন্দে সোফায় বসে তিনি নিজেই বললেন, ‘‘লোকসভা ভোটে বাঁকুড়া থেকে আমায় প্রার্থী করা হবে বলে মমতা বন্দ্যোপাধ্যায় দু’বার আশ্বাস দিয়েছিলেন। বাঁকুড়া পুরসভার চেয়ারপার্সন করার প্রতিশ্রুতি দিয়েও করা হয়নি। বারবার বঞ্চিত হয়ে আমি অপমানিত।’’

শম্পার বক্তব্য, ‘‘মুকুল রায় তৃণমূলে থাকাকালীন আমাদের কথা শোনা হত। এখন কেউ কথা শোনেনই না। পার্থ চট্টোপাধ্যায়, ফিরহাদ হাকিম, শুভেন্দু অধিকারীকে আমার অসুবিধার কথা বলেছি।’’ এখন তাঁর বিজেপিতে যাওয়া যে সময়ের অপেক্ষা, তা বুঝিয়ে শম্পা বলেন, ‘‘এত অপমান সহ্য করে তৃণমূলে আর থাকব না।’’

যদিও বাঁকুড়ার প্রতিবেদককে এ দিনই ফোনে তিনি বলেছেন, ‘‘এ সব রটনা। আমি কোথাও যাচ্ছি না।’’

এবার শুধু খবর পড়া নয়, খবর দেখাও।সাবস্ক্রাইব করুনআমাদেরYouTube Channel - এ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Shampa Daripa Congress BJP
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE