Advertisement
২৬ এপ্রিল ২০২৪

ভোটের আগে নতুন কমিটি

লোকসভা নির্বাচনের আগে রাজ্যে দলের সব কমিটি পুনর্গঠন করল কংগ্রেস। প্রদেশ নির্বাচন কমিটি নতুন করে গড়া হয়েছে ১১ জনকে নিয়ে। সেখানে প্রদেশ কংগ্রেসের প্রথম সারির নেতাদের পাশাপাশি জায়গা পেয়েছেন সর্দার আমজাদ আলি, রীতেশ দত্তেরা।

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ২৬ জানুয়ারি ২০১৯ ০৩:০৭
Share: Save:

লোকসভা নির্বাচনের আগে রাজ্যে দলের সব কমিটি পুনর্গঠন করল কংগ্রেস। প্রদেশ নির্বাচন কমিটি নতুন করে গড়া হয়েছে ১১ জনকে নিয়ে। সেখানে প্রদেশ কংগ্রেসের প্রথম সারির নেতাদের পাশাপাশি জায়গা পেয়েছেন সর্দার আমজাদ আলি, রীতেশ দত্তেরা। দেবপ্রসাদ রায়, প্রশান্ত দত্ত, তুলসী মুখোপাধ্যায়দের সঙ্গেই প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক পদে এসেছেন সিপিএম ছেড়ে আসা প্রাক্তন মন্ত্রী আব্দুস সাত্তার। এআইসিসি-র নবনিযুক্ত সাধারণ সম্পাদক (সংগঠন) কে সি বেণুগোপাল শুক্রবার প্রদেশ কংগ্রেসের নির্বাচন কমিটি, কার্যনির্বাহী কমিটি, মিডিয়া কমিটি, শৃঙ্খলারক্ষা কমিটি এবং জেলা সভাপতিদের নামে অনুমোদন দিয়ে পাঠিয়েছেন।

ভোটের আগে সংগঠনের হালহকিকত জানতে এ দিন প্রদেশ কংগ্রেসের শীর্ষ নেতাদের নিয়ে বৈঠক ডাকা হয়েছিল বিধান ভবনে। ছিলেন বাংলার ভারপ্রাপ্ত এআইসিসি নেতা গৌরব গগৈ এবং দুই সহকারী পর্যবেক্ষক বি পি সিংহ ও মহম্মদ জাভেদ। বাঁকুড়ায় দলের আইন অমান্য কর্মসূচিতে থাকায় আসতে পারেননি প্রচার কমিটির চেয়ারম্যান অধীর চৌধুরী ও প্রদেশ কংগ্রেসের কার্যকরী সভাপতি নেপাল মাহাতো। রাজ্যের বাইরে থাকায় অনুপস্থিত ছিলেন আর এক কার্যকরী সভাপতি দীপা দাশমুন্সি এবং বিরোধী দলনেতা আব্দুল মান্নান। আমন্ত্রিত হয়েও আসেননি সাংসদ ও মালদহ জেলা সভানেত্রী মৌসম বেনজির নূর। রাজ্যে প্রিয়ঙ্কা বঢরাকে এনে সমাবেশ করানোর জন্য প্রস্তাব নেওয়া হয়েছে এ দিনের বৈঠকে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Congress Vote
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE