Advertisement
২৭ এপ্রিল ২০২৪
Education

ছাত্রদের দাবিতে সরব কংগ্রেস

দলের ছাত্র সংগঠন এনএসইউআই-এর তরফে শুক্রবার দেশ জুড়ে এই প্রতিবাদ কর্মসূচির নাম দেওয়া হয়েছিল ‘স্পিক আপ ফর স্টুডেন্টস’।

কলেজ স্কোয়ারে ছাত্র পরিষদের প্রতিবাদ। —নিজস্ব চিত্র।

কলেজ স্কোয়ারে ছাত্র পরিষদের প্রতিবাদ। —নিজস্ব চিত্র।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ১১ জুলাই ২০২০ ০১:৪১
Share: Save:

করোনা পরিস্থিতিতে কোনও পরীক্ষা না নিয়ে পুরনো সেমিস্টারের ফলের ভিত্তিতে ছাত্র-ছাত্রীদের উত্তীর্ণ করানো, শিক্ষা প্রতিষ্ঠানে লকডাউনের মধ্যে ফি মকুবের দাবিতে এবং সিবিএসই-র দশম থেকে দ্বাদশ শ্রেণির সিলেবাস থেকে ভারতীয় সংবিধানের মূল নির্যাস বাদ দেওয়ার প্রতিবাদে আসরে নামল কংগ্রেস। দলের ছাত্র সংগঠন এনএসইউআই-এর তরফে শুক্রবার দেশ জুড়ে এই প্রতিবাদ কর্মসূচির নাম দেওয়া হয়েছিল ‘স্পিক আপ ফর স্টুডেন্টস’। কংগ্রেসের নেতা-বিধায়কেরাও সামাজিক মাধ্যমে সরব হয়েছিলেন এই সব প্রশ্নে। কলকাতা জেলা ছাত্র পরিষদের উদ্যোগে এ দিন কলেজ স্কোয়ারে ইউজিসি-র নির্দেশিকা এবং কেন্দ্র ও রাজ্য সরকারের সিদ্ধান্তের প্রতিবাদে জমায়েত হয়েছিল। ছিলেন দক্ষিণ কলকাতা জেলা কংগ্রেস সভাপতি আশুতোষ চট্টোপাধ্যায়, ছাত্র পরিষদের রাজ্য সহ-সভাপতি সোমদীপ ঘোশ, কলকাতা জেলা সভাপতি অর্ঘ্য গণেরা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Education
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE