Advertisement
২৬ এপ্রিল ২০২৪

স্বাধিকার ভঙ্গের দুই প্রস্তাবে বিতর্ক

শিক্ষা, আইনশৃঙ্খলা-সহ পাঁচটি বিষয়ে বুধবার মুলতুবি প্রস্তাব এনেছিলেন বাম ও কংগ্রেস বিধায়কেরা। প্রস্তাব খারিজের প্রতিবাদে বিক্ষোভের সময়ে টেবিলের উপরে বক্তৃতা করতে দেখা যায় কংগ্রেসের মনোজবাবুকে।

কৃষিমন্ত্রী আশিস বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের নোটিস দিয়েছেন বাম পরিষদীয় নেতা সুজন চক্রবর্তী।—ফাইল চিত্র।

কৃষিমন্ত্রী আশিস বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের নোটিস দিয়েছেন বাম পরিষদীয় নেতা সুজন চক্রবর্তী।—ফাইল চিত্র।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ২৯ নভেম্বর ২০১৮ ০৩:১৯
Share: Save:

স্বাধিকার ভঙ্গের জোড়া প্রস্তাব ঘিরে উত্তপ্ত হল বিধানসভা। কংগ্রেস ও সিপিএমের দুই বিধায়ককে দু’রকম তথ্য দিয়ে বিধানসভাকে তিনি বিভ্রান্ত করেছেন, এই অভিযোগে কৃষিমন্ত্রী আশিস বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের নোটিস দিয়েছেন বাম পরিষদীয় নেতা সুজন চক্রবর্তী। সেই প্রস্তাবের উপরে স্পিকার অবশ্য তাঁর রুলিং মুলতবি রেখেছেন। আবার অসংসদীয় আচরণ ও স্পিকারের আসনকে ‘অসম্মান’ করার অভিযোগে কংগ্রেসের সচেতক মনোজ চক্রবর্তীর বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের নোটিস দিয়েছেন তৃণমূল বিধায়ক পার্থ ভৌমিক। অভিযোগ খতিয়ে দেখে স্বাধিকার কমিটিকে পরবর্তী অধিবেশনে রিপোর্ট দিতে বলেছেন স্পিকার।

শিক্ষা, আইনশৃঙ্খলা-সহ পাঁচটি বিষয়ে বুধবার মুলতুবি প্রস্তাব এনেছিলেন বাম ও কংগ্রেস বিধায়কেরা। প্রস্তাব খারিজের প্রতিবাদে বিক্ষোভের সময়ে টেবিলের উপরে বক্তৃতা করতে দেখা যায় কংগ্রেসের মনোজবাবুকে। পরে তাঁরা ওয়াক আউট করেন। বিরোধীশূন্য সভায় পরিষদীয় মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় দাবি করেন, ‘‘যে ভাষায় অধ্যক্ষকে আক্রমণ করা হয়েছে, তাতে সভার মর্যাদা ক্ষূণ্ণ হচ্ছে। টেবিলের উপরে উঠে বক্তৃতা করা হচ্ছে। বিধি অনুযায়ী তাঁদের (বিধায়কদের) চিহ্নিত করে পদক্ষেপ করার আহ্বান জানাচ্ছি।’’ দ্বিতীয়ার্ধের শুরুতেই মনোজবাবুর বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের প্রস্তাব আনেন নৈহাটির বিধায়ক পার্থ। পুরমন্ত্রী ফিরহাদ হাকিমও তাঁকে সমর্থন করে দাবি করেন, বিরোধী দলে থাকার সময়ে তাঁরা কখনও স্পিকারকে ‘অসম্মান’ করেননি।

সেই সময়ে মনোজবাবু সভায় ছিলেন না। পরে তিনি বলেন, ‘‘স্পিকার হাসিম আব্দুল হালিমকে কারা শারীরিক ভাবে বাধা দেওয়ায় অক্সিজেন সিলিন্ডার আনতে হয়েছিল? কারা বিধানসভার লবিতে ভাঙচুর করেছিল? এই স্বাধিকার ভঙ্গের নোটিসকে আমাদের লড়াইয়ের স্বীকৃতি মনে করছি!’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE