Advertisement
০৮ মে ২০২৪
Coronavirus

২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ৬২৩, কমছে সক্রিয় রোগীর সংখ্যা

ইতিমধ্যে রাজ্যের বিভিন্ন প্রান্তে পৌঁছে গিয়েছে করোনার টিকা। শনিবার থেকে সারা দেশের মতো এ রাজ্যেও করোনার টিকা দেওয়া শুরু হবে। তার আগে আশা দেখাচ্ছে পরিসংখ্যান।

গ্রাফিক: শৌভিক দেবনাথ

গ্রাফিক: শৌভিক দেবনাথ

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ১৫ জানুয়ারি ২০২১ ২২:২৬
Share: Save:

করোনার সংক্রমণ ধীরে ধীরে কমছে। কমছে সক্রিয় রোগীর সংখ্যা। রাজ্যে এখন সক্রিয় রোগীর সংখ্যা ৭২২৩। গত দিনের তুলনায় ৪৯ জন কম সংখ্যক রোগী এখন করোনা আক্রান্ত। একদিকে ব্রিটেন-সহ ইউরোপের একাধিক দেশ ও আমেরিকায় করোনার নতুন স্ট্রেন নিয়ে আতঙ্ক বাড়ছে, তখন রাজ্যে নিরাপত্তা বিধির কারণেই হয়ত নিয়ন্ত্রণে রয়েছে সংক্রমণ।

ইতিমধ্যে রাজ্যের বিভিন্ন প্রান্তে পৌঁছে গিয়েছে করোনার টিকা। শনিবার থেকে সারা দেশের মতো এ রাজ্যেও করোনার টিকা দেওয়া শুরু হবে। তার আগে আশা দেখাচ্ছে পরিসংখ্যান। শুক্রবার পর্যন্ত রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা ৫ লক্ষ ৬৪ হাজার ৯৮ জন। এখনও পর্যন্ত সুস্থ হয়েছেন ৫ লক্ষ ৪৬ হাজার ৮৪৯ জন।

আগেই রাজ্যে মোট করোনায় মৃতের সংখ্যা ১০ হাজার ছাড়িয়েছিল। শুক্রবার নতুন করে ১৬ জনের মৃত্যু হওয়ায় রাজ্যে মোট করোনায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১০ হাজার ২৬। বৃহস্পতিবার পর্যন্ত রাজ্যে করোনা নমুনা পরীক্ষার পরিমাণ ছিল ৭৫ লক্ষ ৬০ হাজার ৫৬১। শুক্রবার নতুন করে ৩০ হাজার ৫৬০ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। মোট পরীক্ষা করা নমুনার সংখ্যা পৌঁছে গিয়েছে ৭৫ লক্ষ ৯১ হাজার ১২১-এ।

 

রাজ্যে করোনা পরীক্ষার জন্য কাজ করছে মোট ১০০টি পরীক্ষাকেন্দ্র। এই সপ্তাহেও নতুন করে একটি পরীক্ষা কেন্দ্র যুক্ত হয়েছে এই তালিকায়। রাজ্যে করোনা চিকিৎসার জন্য নিয়োজিত হাসপাতালের সংখ্যা দাঁড়িয়েছে ১০২। এর মধ্যে রয়েছে ৪৫টি হাসপাতাল।

 

রাজ্যে এখনও ৭১ হাজার ৩২ জন মানুষ হোম কোয়রান্টিনে রয়েছেন। রাজ্যে কাজ করছে ২০০টি সেফ হোম। যেখানে ১১ হাজার ৫০৭টি বেড রয়েছে। সেফ হোমে এখনও ৫৮ জন আবাসিক রয়েছেন।

 

জেলা ভিত্তিক পরিসংখ্যানে দেখা যাচ্ছে, এখনও পর্যন্ত কলকাতায় করোনা আক্রান্তের সংখ্যা ১ লক্ষ ২৬ হাজার ৪২১। অন্য দিকে এর পরেই রয়েছে উত্তর ২৪ পরগনা। সেখানে করোনা আক্রান্তের সংখ্যা ১ লক্ষ ২০ হাজার ৪২। কলকাতায় সক্রিয় রোগীর ১ হাজার ৪২০, উত্তর ২৪ পরগনার সক্রিয় রোগীর সংখ্যা ১ হাজার ৭৯৩। এখন পর্যন্ত কলকাতায় করোনায় মৃত্যু হয়েছে ৩ হাজার ৪০ জনের। উত্তর ২৪ পরগনায় করোনায় মৃত্যু হয়েছে ২ হাজার ৪২৭ জনের। সংক্রমণ ও মৃত্যুর তালিকায় এই দুই জেলাই রাজ্যে সবার উপরে রয়েছে।

আরও পড়ুন: স্বাস্থ্যসাথী কার্ড নিয়েও অশোকনগরের বিজেপি নেতা বললেন, ‘ভাওতাবাজি’

আরও পড়ুন: সংগঠনের পাশাপাশি তৃণমূল বিধায়ক প্রবীরের নিশানায় রাজ্যের উন্নয়ন

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Coronavirus Covid 19
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE