Advertisement
২৭ এপ্রিল ২০২৪
West Bengal News

লকডাউন বাড়লেও মানুষের অসুবিধা যেন না হয়, বললেন মমতা

বেলেঘাটা আইডি-তে ভর্তি রয়েছেন ১৬ জন, তাঁদের মধ্যে ৩ জন ছাড়া পাবেন। 

সাংবাদিক বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায়। ছবি: টুইটার

সাংবাদিক বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায়। ছবি: টুইটার

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ০৮ এপ্রিল ২০২০ ১৬:২০
Share: Save:

রাজ্যে করোনাভাইরাসের পরিস্থিতি নিয়ে সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানিয়েছেন, গতকাল থেকে আজ পর্যন্ত করোনা আক্রান্ত বেড়েছে ২ জন। এই নিয়ে রাজ্যের হিসেবে আক্রান্তের সংখ্যা ৭১।

মমতা বন্দ্যোপাধ্যায় এ দিন জানিয়েছেন, বেলেঘাটা আইডি-তে এখন ১৬ জন চিকিৎসাধীন রয়েছেন। তবে তাঁদের মধ্যে ৩ জন ছাড়া পাবেন। তিনটি টাস্ক ফোর্স গঠন করা হয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। লকডাউনে কোন কোন পণ্য বা ক্ষেত্র ছাড় দেওয়া উচিত, অর্থনীতির মোকাবিলা কী ভাবে করা যায় সেই সব বিষয় নিয়ে আলাদা আলাদা টাস্ক ফোর্স গঠন করা হয়েছে।

দিল্লিতে তবলিগ জামাতে যোগ দেওয়া নিয়ে অনেকে গুজব, ফেক নিউজ ছড়াচ্ছেন বলে অভিযোগ তুলেছেন মমতা। তিনি বলেন, ‘‘দেশে লকডাউন ঘোষণা হয়েছে ২৪ মার্চ। তার আগেই তবলিগ জামাত হয়েছে। আমরা খবর পাওয়ার পরেই ব্যবস্থা নিয়েছি। যাঁরা যাঁরা যোগ দিয়েছিলেন, তাঁদের সবাইকে চিহ্নিত করে কোয়রান্টিনের ব্যবস্থা করা হয়েছে।

সব রাজনৈতিক দলের সংসদীয় দলনেতাদের সঙ্গে আজই ভিডিয়ো কনফারেন্সে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই বৈঠকে লকডাউন ১৪ এপ্রিলের পরেও বাড়ানোর ইঙ্গিত দিয়েছেন মোদী। সেই বিষয়ে মুখ্যমন্ত্রী বলেন, ‘‘লকডাউন নিয়ে আমরা তো কোনও সিদ্ধান্ত নিতে পারি না। কেন্দ্র যে ভাবে বলবে, সে ভাবেই আমরা বন্দোবস্ত করব। তবে লকডাউনের সময় যাতে সাধারণ মানুষের কোনও সমস্যা না হয়, তাও দেখতে হবে। কড়াকড়ি হোক, কিন্তু বাড়াবাড়ি যেন না হয়।’’ রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে বহু মানুষ, সংগঠন, ক্লাব, সংস্থা মুখ্যমন্ত্রীর করোনা মোকাবিলার তহবিলে সাহায্য করেছেন। তাঁদের ধন্যবাদ জানান মুখ্যমন্ত্রী।

যা বললেন মমতা

• কড়াকড়ি হোক, কিন্তু বাড়াবাড়ি যেন না হয়

• আমি মনে করি, লকডাউন যদি বাড়ানোও হয়, সেটা যেন মানবিক ভাবে দেখা হয়

• তার ভিত্তিতেই ২৪ মার্চ লকডাউনের ঘোষণার দিন থেকে ৪৯ দিন হিসেব করে আমি বলেছি ১৯ মে

• অনেকেই বলছেন ৪৯ দিন লকডাউন করলে ভাল ফল পাওয়া যায়

• এই সময় আমাদের সবচেয়ে কঠিন পরীক্ষা হচ্ছে করোনাকে তাড়ানো

• কোনও বিভেদ-বিভ্রান্তির চেষ্টা করবে না

• তাঁরা ডিউটিও করছেন, আবার রক্তও দিচ্ছেন

• পুলিশের পরিবারকে আমি অভিনন্দন জানাচ্ছি

• সবাই ভাল থাকুন, সুস্থ থাকুন

• এই সময়টা একটু কষ্ট করে কাটাতে হবে

• লকডাউন ঘোষণার পর থেকে ১৯ মে পর্যন্ত সময় খুব গুরুত্বপূর্ণ

• তবে এ বিষয়ে কেন্দ্রই সিদ্ধান্ত নেবে

• অনেকেই চটের ব্যাগ পাচ্ছেন না, ব্যাগ তৈরি করে পাঠাতে হবে

• আমাকে অনেক রাজ্য থেকে ফোন করেছিলেন

• তবে এ বিষয়ে কেন্দ্র সিদ্ধান্ত নেবে, আমরা নিশ্চিত না হলে কিছু বলব না

• আজ মোদীর বৈঠকে লকডাউন বাড়তে পারে বলে ইঙ্গিত মিলেছে

• ১৪ তারিখ পর্যন্ত লকডাউন ঘোষণা করাই হেয়েছে

• তাঁদের আমরা আন্তরিক ধন্যবাদ জানাই

• অনেকেই আমাদের আর্থিক সাহায্য করেছেন

• যাদবপুর বিশ্ববিদ্যালয়, কলকাতা বিশ্ববিদ্যালয় আমাদের জানিয়েছে

• অনেক বিশ্ববিদ্যালয় হ্যান্ড স্যানিটাইজার তৈরি করছে

• গামছা দিয়েও আমরা মাস্ক তৈরি করতে পারি

• মাস্ক বানানোও যায়, নিজেরা মাস্ক বানান না!

• সবার তো বাজার থেকে কিনে মাস্ক পরতেই হবে এমন নয়

• রেশনেও লাইন পড়ে, কিন্তু একটু দূরে দূরে দাঁড়ালে কি অসুবিধা?

• আমারা ফুল বাজারকে ছাড় দিয়েছি, তার মানে এই নয় যে গায়ে গায়ে দাঁড়াবেন বা বিক্রি করবেন

• কোভিড-১৯ রোগীদের চিকিৎসার জন্য যত প্রয়োজন, আমাদের রাজ্যে পর্যাপ্ত পরিমাণে হাইড্রক্সি-ক্লোরোকুইন মজুত রয়েছে

• সারা দেশে চারটি সংস্থা এই ওষুধ তৈরি করে

• অনেকে ভাবছেন, আমাদের হাইড্রক্সি-ক্লোরোকুইন আছে কিনা

• অর্থাৎ যাঁরা সেরে উঠেছেন, তাঁদের প্লাজমা আক্রান্তের শরীরে দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে

• সারা বিশ্বেই এখন প্লাজমা স্থানান্তর করার চিকিৎসা শুরু হয়েছে

• কিন্তু তার পরেও নিজামউদ্দিন নিয়ে অনেকে ফেক নিউজ ছড়াচ্ছেন

• হজ হাউজকেও কোয়রান্টিন কেন্দ্র হিসেবে তৈরি রাখা হয়েছে

• সব মিলিয়ে ২০০-রও বেশি মানুষকে রাজারহাটে কোয়রান্টিনে রাখা হয়েছে

• এ ছাড়া আমাদের রাজ্য থেকেও অনেকে গিয়েছেন

• তাঁদের কোয়রান্টিন করা হয়েছে

• নিজামউদ্দিনে যোগ দেওয়া ১০৮ জন বিদেশি এ রাজ্যে ছিলেন

• তার আগে নিজামউদ্দিনের জামাত হয়েছে

• ভারত সরকার ২৪ মার্চ লকডাউন ঘোষণা করেছে

• আমরা তো জানতাম না, এটা সারা দেশে ছড়াবে

• এটা শুরু হয়েছিল জানুয়ারি মাসে, ভারতেও জানুয়ারির শেষেই প্রথম হদিশ মিলেছিল

• সারা বিশ্বের বহু দেশ আক্রান্ত হয়েছে, বহু দেশে প্রচুর মানুষ মারা গিয়েছেন

• তাই এই মহামারিতে কে হিন্দু, কে মুসলিম— এটা বিচার করার সময় নয়

• কিন্তু দুর্যোগ, মহামারি কোনও জাতি ধর্ম মেনে ছড়ায় না

• কেউ কেউ সাম্প্রদায়িক উস্কানি দিচ্ছেন

• নিজামউদ্দিন নিয়ে কেউ কেউ ফেক নিউজ ছড়াচ্ছেন

• ১ লক্ষ ২৮ হাজারেরও বেশি মাস্ক দেওয়া হয়েছে

• বেলেঘাটা আইডি থেকে চিকিৎসায় সুস্থ হয়ে ৩ জন ছাড়া পাবেন

•বেলেঘাটা আইডি-তে ভর্তি রয়েছেন ১৬ জন

• ৫০০০ থার্মাল স্ক্রিনিংয়ের জন্য গান সরবরাহ করা হয়েছে

• ৪২ হাজার লিটার হ্যান্ড স্যানিটাইজার সরবরাহ করা হয়েছে

• তিনটি টাস্ক ফোর্স গঠন করা হয়েছে

• এনআরএস হাসপাতালের ৩০ জন ডাক্তার, ৫ জন নার্স সহ আরও কয়েক জনের টেস্ট করানো হয়েছিল, তাঁদের সবার রিপোর্ট নেগেটিভ এসেছে

• রাজ্যে আক্রান্ত বেড়েছে আরও দু’জন

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE