Advertisement
১১ মে ২০২৪
Coronavirus

লকডাউনে ছাড় কোন ক্ষেত্রে এবং কাদের? ফের বিজ্ঞপ্তি প্রকাশ নবান্নের

লকডাউনের আওতা থেকে কোন কোন বিষয় এবং কাদের ছাড় দেওয়া হচ্ছে সেই তালিকা আগেই প্রকাশ করেছিল রাজ্য সরকার।

ছবি পিটিআই।

ছবি পিটিআই।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ২৭ মার্চ ২০২০ ২৩:২৯
Share: Save:

করোনা সংক্রমণ রুখতে টানা ২১ দিনের লকডাউন। এমন পরিস্থিতিতে সাধারণ মানুষের কাছে অত্যাবশ্যকীয় পণ্য ও জরুরি পরিষেবা পৌঁছে দিতে লকডাউনের আওতা থেকে কোন কোন বিষয় এবং কাদের ছাড় দেওয়া হচ্ছে সেই তালিকা আগেই প্রকাশ করেছিল রাজ্য সরকার। ওই সব অত্যাবশ্যকীয় পণ্য ও জরুরি পরিষেবাগুলির সঙ্গে যুক্ত কর্মীরা কী ভাবে অবাধে যাতায়াত করতে পারবেন, তা নিয়েও সরকারি নির্দেশিকা জারি করা হয়েছিল। বৃহস্পতিবার ফের অখণ্ড বিজ্ঞপ্তি জারি করা হয়। তার ২৪ ঘণ্টার মধ্যেই ওই তালিকায় নতুন কয়েকটি বিষয় সংযোজন করা হল। তার ফলে নতুন কিছু ক্ষেত্রও এ দিন লকডাউনের মধ্যেও ছাড়ের আওতায় এল।

লকডাউন শুরু হওয়ার পর থেকে গত কয়েক দিনে একাধিক বিজ্ঞপ্তি জারি করেছে নবান্ন। তা এক জায়গায় এনে এক বার দেখে নেওয়া যাক:

রাজ্যে আটকে পড়া ভিনরাজ্যের শ্রমিকদের খাবার ও থাকার জায়গার ব্যবস্থা করে দেওয়ার জন্য কলকাতা পুরসভাকে চিঠি দিয়েছেন মুখ্যসচিব। পাশাপাশি ওই একই নির্দেশ দেওয়া হয়েছে জেলাশাসকদেরও। তবে প্রতিটি ক্ষেত্রেই সামাজিক দূরত্ব বজায় রেখে কাজ চালিয়ে যাওয়ার নির্দেশও দেওয়া হয়েছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Coronavirus Lockdown Mamata Banerjee
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE