Advertisement
২৭ এপ্রিল ২০২৪
State News

পূর্ব বর্ধমানের শ্রমিকদের আশ্বাস দিল কেরল সরকার

বর্ধমানের ৪১ জন শ্রমিক কাজ করতে গিয়ে আটকে পড়েছিলেন কেরলে।

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ২৮ মার্চ ২০২০ ১৭:০৭
Share: Save:

পূর্ব বর্ধমান জেলার ভাতার, মঙ্গলকোট এবং বর্ধমান উত্তর বিধানসভা এলাকার ৪১ জন শ্রমিক কাজ করতে গিয়ে আটকে পড়েছিলেন কেরলে। তাঁদের মধ্যে ভাতার থানার ভাটাকুল গ্রামের ৮ জন আছেন। ভাতার এলাকার সিপিএমের যুব নেতা সৌমেন কার্ফার সঙ্গে ফোনে যোগাযোগ করে তাঁরা সাহায্যের আবেদন জানান। ওই শ্রমিকেরা জানান, কেরলের মলপ্পুরম জেলার কুলআঙ্গারিতে তাঁরা রয়েছেন। খবর পেয়ে সৌমেন কেরলের সিপিএম নেতৃত্বের সঙ্গে যোগাযোগ করার পরে সে রাজ্যের শাসক দলের কর্মীরাই ওই শ্রমিকদের কাছে খাবার ও ওষুধ পৌঁছে দিয়েছেন। তাঁদের আশ্বাস দেওয়া হয়েছে, কেরল সরকারের নির্দেশেই লকডাউন চলাকালীন তাঁদের থাকা-খাওয়া ও জরুরি সামগ্রী পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হবে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Coronavirus Lockdown Kerala Bardhaman
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE