Advertisement
২৭ এপ্রিল ২০২৪

সিপিআইয়ের সঙ্গে আন্দোলনে কংগ্রেসের না

রাজ্যের আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি, গুন্ডারাজ, বিরোধীদের উপর পুলিশ ও সমাজবিরোধীদের মিলিত হামলা, কৃষকের ফসলের দাম না পাওয়া, বিদ্যুতের দাম বৃদ্ধি— ইত্যাদির প্রতিবাদে সিপিআই আন্দোলনে নামছে। দলের রাজ্যে সম্পাদক প্রবোধ পণ্ডা সোমবার বলেন, ‘‘রাজ্যের উপর চাপ সৃষ্টি করতে প্রতিটি পুরসভা এবং ব্লকের সামনে ২৩-৩০ জুন অবস্থান বিক্ষোভ করা হবে।’’

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ০২ জুন ২০১৫ ০৪:০৬
Share: Save:

রাজ্যের আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি, গুন্ডারাজ, বিরোধীদের উপর পুলিশ ও সমাজবিরোধীদের মিলিত হামলা, কৃষকের ফসলের দাম না পাওয়া, বিদ্যুতের দাম বৃদ্ধি— ইত্যাদির প্রতিবাদে সিপিআই আন্দোলনে নামছে। দলের রাজ্যে সম্পাদক প্রবোধ পণ্ডা সোমবার বলেন, ‘‘রাজ্যের উপর চাপ সৃষ্টি করতে প্রতিটি পুরসভা এবং ব্লকের সামনে ২৩-৩০ জুন অবস্থান বিক্ষোভ করা হবে।’’ এই বিক্ষোভে সমস্ত বাম ও গণতান্ত্রিক শক্তি, এমনকী কংগ্রেসকেও আহ্বান জানিয়েছেন প্রবোধবাবু।

দাবিগুলির সঙ্গে সহমত হলেও কংগ্রেস কিন্তু সিপিআই-সহ কোনও বাম দলের সঙ্গে যৌথ আন্দোলনের পক্ষে নয়। প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী বলেন, ‘‘বিভিন্ন সময় বামেদের সঙ্গে সহমত হয়েছি। ওঁরাও আমাদের সঙ্গে একমত হয়েছেন। কিন্তু তার মানেই যৌথ আন্দোলন নয়।’’ অধীরবাবু বলেন, ‘‘সিপিআই যে বিষয়গুলি নিয়ে তৃণমূলের বিরুদ্ধে আন্দোলনে নামছে, আমরাও তা নিয়ে আন্দোলনে নেমেছি।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

CPI Congress agitation Adhir Chowdhury
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE