Advertisement
১১ মে ২০২৪

লাগাতার কর্মসূচির ঘোষণা গৌতমের

আগামী বিধানসভা ভোটের আগে তৃণমূল সরকারকে নানা আন্দোলন-কর্মসূচিতে ব্যতিব্যস্ত রাখার পরিকল্পনা ইতিমধ্যে সিপিএম প্রকাশ্যে বলতে শুরু করেছে। সোমবার বারাসতে দলের জেলা কার্যালয়ে বসে ‘মমতা তাড়াও’ ডাক দিয়েছেন সিপিএমের উত্তর ২৪ পরগনা জেলা সম্পাদক গৌতম দেব।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ০৯ সেপ্টেম্বর ২০১৫ ০১:৪০
Share: Save:

আগামী বিধানসভা ভোটের আগে তৃণমূল সরকারকে নানা আন্দোলন-কর্মসূচিতে ব্যতিব্যস্ত রাখার পরিকল্পনা ইতিমধ্যে সিপিএম প্রকাশ্যে বলতে শুরু করেছে। সোমবার বারাসতে দলের জেলা কার্যালয়ে বসে ‘মমতা তাড়াও’ ডাক দিয়েছেন সিপিএমের উত্তর ২৪ পরগনা জেলা সম্পাদক গৌতম দেব।

পুজোর আগে একগুচ্ছ কর্মসূচির কথাও ঘোষণা করেন তিনি। ২ সেপ্টেম্বর বাম শ্রমিক সংগঠনগুলি-সহ আরও কিছু সংগঠনের ডাকা দেশজোড়া সাধারণ ধর্মঘটে সল্টলেকের সেক্টর ফাইভে তথ্যপ্রযুক্তি নগরে বিভিন্ন অফিসের উপস্থিতির হারের কথা উল্লেখ করে গৌতমবাবু বলেন, ‘‘হুমকি সত্ত্বেও ধর্মঘটের দিন বিভিন্ন তথ্যপ্রযুক্তি অফিসে গরহাজিরা প্রমাণ করে, শিল্পতালুকের কর্মীরাও এই সরকারের উপর কতটা বিরক্ত।’’

৯ ও ১০ অক্টোবর বিদ্যুৎতের মাসুল বৃদ্ধির প্রতিবাদে সল্টলেকের বিদ্যুৎ ভবন এবং ভিক্টোরিয়া হাউসে অবস্থান-বিক্ষোভ করা হবে বলে জানান গৌতমবাবু। এ ছাড়াও খাদ্য সুরক্ষা বিল নিয়ে রাজ্য সরকারের ব্যর্থতা, টেট নিয়ে ছাত্রছাত্রীদের হয়রানির মতো বিষয়গুলি নিয়েও আন্দোলন হবে জানান এই বর্যীয়ান নেতা। বিজেপি ছেড়ে লোক আসছে, সংগঠন চাঙ্গা হচ্ছে বলে দাবি করে গৌতমবাবু বলেন, ‘‘জেলা কমিটিতে যে দু’টি পদ ফাঁকা ছিল, সেখানে সুবেদ আলি গাছি ও দুলাল মণ্ডলকে নেওয়া হয়েছে।’’

রাজারহাটের প্রাক্তন চেয়ারম্যান তথা সিপিএমের একসময়ের দাপুটে নেতা তাপস চট্টোপাধ্যায়ের তৃণমূল যোগদান প্রসঙ্গে গৌতমবাবু বলেন, ‘‘সম্পত্তি রক্ষার জন্যই উনি তৃণমূলে গিয়েছেন। ঘরে বসে রবিনহুডের মতো টাকা ছড়ানো— এ সব আমাদের দলের সঙ্গে খাপ খায় না। ওঁর নিজের ওয়ার্ডেই ওঁকে হারাতে সর্বশক্তি দিয়ে লড়ব।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE