Advertisement
২৭ এপ্রিল ২০২৪

জমজমাট রেড রোড, একটু পরেই শুরু শপথ

আজ মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভার শপথগ্রহণ অনুষ্ঠান। আনুষ্ঠানিক ভাবে আজ দ্বিতীয় ইনিংস শুরু করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রথা ভেঙে এ বার রেড রোডে শপথগ্রহণ। রাজভবন সূত্রের খবর, সময়াভাব এবং বৃষ্টির সম্ভাবনার কথা মাথায় রেখে এক ঝাঁক মন্ত্রীকে একসঙ্গে শপথ বাক্য পাঠ করানোর প্রস্তাব দিয়েছিলেন রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠী। তাতে রাজি হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

শেষ মুহূর্তের প্রস্তুতি।

শেষ মুহূর্তের প্রস্তুতি।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ২৭ মে ২০১৬ ১১:৩৩
Share: Save:

আজ মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভার শপথগ্রহণ অনুষ্ঠান। আনুষ্ঠানিক ভাবে আজ দ্বিতীয় ইনিংস শুরু করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রথা ভেঙে এ বার রেড রোডে শপথগ্রহণ।

রাজভবন সূত্রের খবর, সময়াভাব এবং বৃষ্টির সম্ভাবনার কথা মাথায় রেখে এক ঝাঁক মন্ত্রীকে একসঙ্গে শপথ বাক্য পাঠ করানোর প্রস্তাব দিয়েছিলেন রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠী। তাতে রাজি হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ঠিক হয়েছে ভাষার ভিত্তিতে এক সঙ্গে বেশ কয়েক জন করে মন্ত্রী শপথ পাঠ করবেন। বাংলা, ইংরেজি, উর্দু ও হিন্দিতে শপথ পাঠ করানোর ব্যবস্থা থাকবে।

ফোর্ট উইলিয়ামের মূল ফটকের ৫০ ফুট ছেড়ে তৈরি হয়েছে বিশাল মঞ্চ। তার এক দিকে মন্ত্রীদের বসার জায়গা। অন্য দিকে বিশেষ অতিথিদের। মঞ্চের সামনে তৈরি হয়েছে ফোয়ারা। এলইডি আলোয় সাজানো হয়েছে মঞ্চ। নিরাপত্তার কারণে মঞ্চের সামনে ১৪০ ফুট জায়গা খালি রাখা হচ্ছে। এর পর পাতা সারি সারি চেয়ার। যাঁরা বসার জায়গা পাবেন না, তাঁরা রাস্তার পাশে দাঁড়িয়েও দেখতে পারবেন অনুষ্ঠান। কংক্রিটের রেড রোডে তৈরি হয়েছে কৃত্রিম বাগানও।

দেখুন ভিডিও...

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Oath Ceremony Red Road Crowdy TMC
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE