Advertisement
১১ মে ২০২৪
Coronavirus

পিপিই: ‘তথ্যহীন’ দিলীপ

কোন কলেজের নার্সিংয়ের পড়ুয়াদের এমন অভিযোগ রয়েছে? সরকারি না বেসরকারি— কোন হাসপাতালে পাঠানো হচ্ছে তাঁদের?

ফাইল চিত্র।

ফাইল চিত্র।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ০৩ জুলাই ২০২০ ০৬:১৪
Share: Save:

অভিযোগ আছে, কিন্তু তার সমর্থনে তথ্য নেই। নার্সিং পড়ুয়াদের বিষয়ে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের মন্তব্য থেকে এটাই স্পষ্ট হল বৃহস্পতিবার। দিলীপবাবু এ দিন অভিযোগ করেন, ‘‘রাজ্যের নার্সিংয়ের চতুর্থ বর্ষের ছাত্রীদের পর্যাপ্ত পিপিই ছাড়াই বিভিন্ন হাসপাতালে করোনার চিকিৎসায় পাঠানো হচ্ছে। তাঁরা ভয়ে মুখ খুলতে পারছেন না। কিন্তু আমাদের সঙ্গে যোগাযোগ করে অভিযোগ করছেন।’’ কোন কলেজের নার্সিংয়ের পড়ুয়াদের এমন অভিযোগ রয়েছে? সরকারি না বেসরকারি— কোন হাসপাতালে পাঠানো হচ্ছে তাঁদের? স্পষ্ট জবাব এড়িয়ে দিলীপবাবু বলেন, ‘‘রাজ্যের নার্সিং কলেজের চতুর্থ বর্ষের ছাত্রী। সরকার, বেসরকারি— সব হাসপাতালেই তাঁদের পাঠানো হচ্ছে।’’

রাজ্যের স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য দিলীপবাবুর ওই অভিযোগ খারিজ করে বলেন, ‘‘রাজ্য লক্ষ লক্ষ পিপিই কিনছে। পিপিই ছাড়া কোনও নার্স বা স্বাস্থ্যকর্মীকে কোভিড মোকাবিলায় পাঠানোর প্রশ্নই ওঠে না। বেসরকারি হাসপাতালেও নিশ্চয়ই ডাক্তার, নার্সদের পিপিই দেওয়া হচ্ছে। কিন্তু দিলীপবাবুর কাছে তথ্য কখনওই থাকে না।’’

দিলীপবাবু জানান, ৬ জুলাই, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মদিনে ‘ভার্চুয়াল সভা’ করে তাঁর অবদান ব্যাখ্যা করবেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জগৎপ্রকাশ নড্ডা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Coronavirus Health Covid-19
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE