Advertisement
২৭ এপ্রিল ২০২৪

মিরিক-সহ চার পুরসভা তৃণমূলের, মোর্চার দখলে তিন, প্রায় নিশ্চিহ্ন জোট

সকাল থেকেই শুরু হয়েছে সাত পুরসভার ভোট গণনা। ইতিমধ্যেই রয়গঞ্জ, ডোমকল-সহ বেশ কয়েকটি পুরসভার ফলাফলও আসতে শুরু করেছে। কিন্তু সব ফলাফল কি আজই সামনে আসবে?

চলছে ভোটগণনা। নিজস্ব চিত্র।

চলছে ভোটগণনা। নিজস্ব চিত্র।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ১৭ মে ২০১৭ ০৮:৪০
Share: Save:

• রায়গঞ্জ এবং মিরিক পুরসভা জিতল তৃণমূল।

• রায়গঞ্জে ২৭টির মধ্যে ২২টি ওয়ার্ড জিতে বোর্ড গঠন তৃণমূলের।

• মিরিকে ৬টি ওয়ার্ড জিতে বোর্ড গড়ল তৃণমূল, তিনটিতে জিতল মোর্চা।

• দীর্ঘ তিন দশক পর মিরিক পুরসভা জিতল সমতলের কোনও দল।

• দার্জিলিং এবং কার্শিয়াঙে এগিয়ে গোর্খা জনমুক্তি মোর্চা।

• ডোমকলের ভোটে জিতেই তৃণমূলে যোগ দিলেন জোট প্রার্থী।

• পূজালিতে চলছে জোড় টক্কর, চারটি ওয়ার্ডে জিতল তৃণমূল, বিজেপি জিতল দু’টিতে, একটিতে কংগ্রেস।

• তৃণমূলের দখলে থাকল পূজালি পুরসভা।

• রায়গঞ্জ, পূজালি, ডোমকল তিনটিতেই জয়ী শাসক দল।

• দার্জিলিং ও কার্শিয়াংয়ে বোর্ড গঠনের পথে মোর্চা।

সকাল থেকেই শুরু হয়েছে সাত পুরসভার ভোট গণনা। ইতিমধ্যেই রয়গঞ্জ, ডোমকল-সহ বেশ কয়েকটি পুরসভার ফলাফলও আসতে শুরু করেছে। কিন্তু সব ফলাফল কি আজই সামনে আসবে? রায়গঞ্জ, ডোমকল, পূজালি পুরসভার ভোট গণনার উপর স্থগিতাদেশ চেয়ে মঙ্গলবার মামলা দায়ের হয়েছে কলকাতা হাইকোর্টে। আজই তার শুনানি হওয়ার কথা। কিন্তু আদালতের নির্দেশ আসার আগেই ঘোষিত হয়ে যেতে পারে পুর ভোটের ফলাফল।

ডোমকল পুরসভা নিজেদের দখলে নেওয়ার পর তৃণমূলকর্মীদের উল্লাস। নিজস্ব চিত্র

যদিও মামলাকারীদের আশা, ফল ঘোষণা হলেও আদালত বোর্ড গঠনের উপর নিষেধাজ্ঞা জারি করতে পারে। মঙ্গলবার ওই তিন পুরসভায় ছ’টি বুথের পুনর্নির্বাচন নির্বিঘ্নেই শেষ হয়েছে। মঙ্গলবার মামলা দায়ের করার পর প্রদেশ কংগ্রেসের আইনজীবী ঋজু ঘোষাল বলেন, ‘‘বুধবারই শুনানি হবে। এই ভোটের ফলাফল প্রকাশে আদালতে স্থগিতাদেশ চাওয়া হয়েছে।’’ কমিশনের তরফে জানানো হয়েছে, এ দিন বেলা ১১টার মধ্যেই ভোটের ফল প্রকাশ হয়ে যেতে পারে।

পূজালি

তৃণমূল বিজেপি কংগ্রেস অন্যান্য

১২টি আসনে জয়ী তৃণমূল ৩ ও ৯ নং ওয়ার্ডে জয়ী বিজেপি ৬ নং ওয়ার্ডে জয়ী কংগ্রেস ১টি ওয়ার্ডে জয়ী অন্যান্য

*পূজালি পুরসভা তৃণমূলের দখলে।

ডোমকল

তৃণমূল জোট

১৮টি ওয়ার্ডে জয়ী তৃণমূল ৩টি ওয়ার্ডে জোট প্রার্থী জিতলেও তাঁরা তৃণমূলে যোগ দেন।

*ডোমকল পুরসভা নিজেদের দখলে নিল তৃণমূল।

মিরিক

তৃণমূল মোর্চা

৬টি ওয়ার্ডে জিতেছে তৃণমূল ৩টি ওয়ার্ডে জয়ী মোর্চা

* মিরিক পুরসভা তৃণমূলের দখলে। তিন দশক পর পাহাড়ে কামড় বসাল সমতলের কোনও দল।

রায়গঞ্জ

তৃণমূল বিজেপি কংগ্রেস

২৪ টি ওয়ার্ডে জয়ী তৃণমূল ১ টিতে জয়ী বিজেপি ২ টি আসনে জয়যুক্ত কংগ্রেস

*রায়গঞ্জ পুরসভায় জয়ী তৃণমূল।

দার্জিলিং

মোর্চা তৃণমূল

৩১ ওয়ার্ড দখল করল মোর্চা ৩১ নম্বরে ফুটল ঘাসফুল

*দার্জিলিং পুরসভায় জয়ী গোর্খা জনমুক্তি মোর্চা।

কার্শিয়াং

মোর্চা তৃণমূল

১৭টি আসনে জয়ী গোর্খা জনমুক্তি মোর্চা ৩টি আসনের দখল নিল তৃণমূল

*কার্শিয়াং পুরসভাতেও জয়ী গোর্খা জনমুক্তি মোর্চা।

কালিম্পং

গোর্খা তৃণমূল জন আন্দোলন পার্টি অন্যান্য

১৯টি আসনে জয়ী গোর্খা জনমুক্তি মোর্চা ২টি আসনের দখল নিল তৃণমূল ২টি আসন পেয়েছে হরকা বাহাদুর ছেত্রীর দল অন্যান্য পেয়েছে ২টি

*কালিম্পং পুরসভাতে জয়ী গোর্খা জনমুক্তি মোর্চা।

আরও পড়ুন: ভোট গণনা কালই, কিন্তু স্থগিত হতে পারে তিন পুরসভার ফল প্রকাশ

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Election Results Municipal Poll High Court TMC
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE