Advertisement
১১ মে ২০২৪

বাষট্টিতে অবসর চালু এ মাসেই

কলেজ-বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের অবসরের বয়স ৬০ থেকে বাড়িয়ে ৬২ করার সিদ্ধান্ত কার্যকর হচ্ছে ২০১৭ সালের ১ জানুয়ারি থেকেই।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ১১ জানুয়ারি ২০১৭ ০৩:১৮
Share: Save:

কলেজ-বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের অবসরের বয়স ৬০ থেকে বাড়িয়ে ৬২ করার সিদ্ধান্ত কার্যকর হচ্ছে ২০১৭ সালের ১ জানুয়ারি থেকেই। শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় মঙ্গলবার এ কথা জানান। শনিবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে অবসরের বর্ধিত বয়ঃসীমা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শিক্ষক সংগঠন ওয়েবকুটার সাধারণ সম্পাদক শ্রুতিনাথ প্রহরাজ এ দিন বলেন, ‘‘চলতি জানুয়ারি থেকেই ওই সিদ্ধান্ত রূপায়ণের জন্য আমরা শিক্ষামন্ত্রীকে অনুরোধ জানিয়েছিলাম। সেটাই হচ্ছে জেনে ভাল লাগছে।’’ ৩০ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের পুনর্নিয়োগ স্থগিত রাখার নির্দেশ দেয় সরকার। শিক্ষামন্ত্রী জানান, ডিসেম্বরে যাঁরা অবসর নিয়েছেন, তাঁরা ৬২ বছরে অবসরের নতুন ব্যবস্থার আওতায় পড়বেন না। যাদবপুর বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি (জুটা)-র সহ-সম্পাদক পার্থপ্রতিম রায় বলেন, ‘‘ডিসেম্বরে যাঁরা অবসর নিয়েছেন, তাঁরা বঞ্চিত হলেন। আমরা হতাশ।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Professor Retirement
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE