Advertisement
২৬ এপ্রিল ২০২৪

মদন-মামলার শুনানি আজ

দু’পক্ষের সওয়াল শেষ। সারদা-কাণ্ডে ধৃত মন্ত্রী মদন মিত্রের জামিন-মামলার শুনানি আলিপুর জেলা আদালতেই হবে, না অন্যত্র সরবে, হাইকোর্টে তার ফয়সালা হবে আজ, শুক্রবার। বিচারপতি রঞ্জিতকুমার বাগ বৃহস্পতিবার জানান, শুক্রবার বেলা বারোটায় তিনি রায় ঘোষণা করবেন। আলিপুরের জেলা জজ সমরেশপ্রসাদ চৌধুরীর উপরে অনাস্থা প্রকাশ করে মদন মিত্রের জামিন-মামলা স্থানান্তরের জন্য হাইকোর্টে আবেদন করেছে সিবিআই। বুধ ও বৃহস্পতিবার বিচারপতি বাগের এজলাসে তার শুনানি হয়। কথা ছিল, বুধবার আলিপুর কোর্টে জামিন-মামলার শুনানি হবে। হাইকোর্টে যে নিষ্পত্তি হয়নি, বুধবারই মদনবাবুর কৌঁসুলিরা তা আলিপুর কোর্টে জানান। এই অবস্থায় আলিপুর কোর্ট পরবর্তী শুনানির দিন ধার্য করেছে শুক্রবার। কী হবে, আজ হাইকোর্টের রায়ের উপরে তা নির্ভর করছে।

শেষ আপডেট: ১৫ মে ২০১৫ ০৩:১০
Share: Save:

দু’পক্ষের সওয়াল শেষ। সারদা-কাণ্ডে ধৃত মন্ত্রী মদন মিত্রের জামিন-মামলার শুনানি আলিপুর জেলা আদালতেই হবে, না অন্যত্র সরবে, হাইকোর্টে তার ফয়সালা হবে আজ, শুক্রবার। বিচারপতি রঞ্জিতকুমার বাগ বৃহস্পতিবার জানান, শুক্রবার বেলা বারোটায় তিনি রায় ঘোষণা করবেন। আলিপুরের জেলা জজ সমরেশপ্রসাদ চৌধুরীর উপরে অনাস্থা প্রকাশ করে মদন মিত্রের জামিন-মামলা স্থানান্তরের জন্য হাইকোর্টে আবেদন করেছে সিবিআই। বুধ ও বৃহস্পতিবার বিচারপতি বাগের এজলাসে তার শুনানি হয়। কথা ছিল, বুধবার আলিপুর কোর্টে জামিন-মামলার শুনানি হবে। হাইকোর্টে যে নিষ্পত্তি হয়নি, বুধবারই মদনবাবুর কৌঁসুলিরা তা আলিপুর কোর্টে জানান। এই অবস্থায় আলিপুর কোর্ট পরবর্তী শুনানির দিন ধার্য করেছে শুক্রবার। কী হবে, আজ হাইকোর্টের রায়ের উপরে তা নির্ভর করছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE