Advertisement
২৬ এপ্রিল ২০২৪

৮ জানুয়ারি ধর্মঘটে শামিল গৃহ পরিচারিকারাও

গৃহ সহায়িকাদের বক্তব্য, পরিবার ছোট হয়ে আসার পরে গুরুত্বপূর্ণ সব কাজের দায়িত্বই তাঁদের এখন নিতে হয়।

গৃহ সহায়িকা ইউনিয়নের মিছিল ঢাকুরিয়ায়।—নিজস্ব চিত্র।

গৃহ সহায়িকা ইউনিয়নের মিছিল ঢাকুরিয়ায়।—নিজস্ব চিত্র।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ০৩ জানুয়ারি ২০২০ ০১:০১
Share: Save:

সংগঠন গড়ে গৃহ সহায়িকাদের ছাতার নীচে আনার চেষ্টায় মামল সিটু। ‘পশ্চিমবঙ্গ গৃহ সহায়িকা ইউনিয়নে’র প্রথম সভায় বৃহস্পতিবার সিদ্ধান্ত হল, আগামী ৮ জানুয়ারি সাধারণ ধর্মঘটে ওই সংগঠনও শামিল হবে।

গৃহ সহায়িকাদের বক্তব্য, পরিবার ছোট হয়ে আসার পরে গুরুত্বপূর্ণ সব কাজের দায়িত্বই তাঁদের এখন নিতে হয়। অথচ তাঁরা কর্মীর যথাযথ মর্যাদা পান না, অনেক ক্ষেত্রে ঠিকমতো চিকিৎসার সুযোগও মেলে না। সাপ্তাহিক ছুটির পাকা বন্দোবস্ত নেই। কাজের ‘ন্যায্য মজুরি’ এবং ‘সম্মানের সঙ্গে কাজ’, এই দাবি সামনে রেখেই ময়দানে নামছে গৃহ সহায়িকা ইউনিয়ন।

তারা জানিয়েছে, কারও বাড়িতে ৮ তারিখ কাজ করতে যাওয়া হবে না। প্রথম সভায় ছিলেন সিটুর তরুণ ভরদ্বাজ, অচ্যুত চক্রবর্তী, ইন্দ্রজিৎ ঘোষেরা। নতুন ইউনিয়ন ঢাকুরিয়া স্টেশনে এ দিন মিছিলও করেছে।

গৃহ সহায়িকাদের সংগঠন এটাই রাজ্যে প্রথম নয়। এসইউসিআইয়ের একটি পরিচারিকা সমিতি রয়েছে এ রাজ্যে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

House Maids Union CITU
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE