Advertisement
২৬ এপ্রিল ২০২৪

কৈলাসের টুইট, পাল্টা আক্রমণে অভিষেক

শুক্রবার কলকাতার শ্যামবাজারে দলীয় সভায় যুব তৃণমূল সভাপতি অভিষেক বলেছিলেন, ‘‘বাংলায় অমিত শাহ লড়তে চাইলে তাঁকে হারাতে তৃণমূল নেত্রীর মাঠে নামার দরকার নেই। আমি একাই তাঁকে হারানোর দায়িত্ব কাঁধে নিচ্ছি।’’

কৈলাস বিজয়বর্গীয়। ফাইল চিত্র।

কৈলাস বিজয়বর্গীয়। ফাইল চিত্র।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ১৩ জানুয়ারি ২০১৯ ০৪:২০
Share: Save:

বাংলায় প্রার্থী হলে অমিত শাহকে তিনি একাই হারাবেন বলে অভিষেক বন্দ্যোপাধ্যায় চ্যালেঞ্জ দিতেই তাঁর প্রতি অশালীন ইঙ্গিত করে পাল্টা আক্রমণ করলেন বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গীয়।

শুক্রবার কলকাতার শ্যামবাজারে দলীয় সভায় যুব তৃণমূল সভাপতি অভিষেক বলেছিলেন, ‘‘বাংলায় অমিত শাহ লড়তে চাইলে তাঁকে হারাতে তৃণমূল নেত্রীর মাঠে নামার দরকার নেই। আমি একাই তাঁকে হারানোর দায়িত্ব কাঁধে নিচ্ছি।’’ এর পরেই শনিবার এ রাজ্যে বিজেপির কেন্দ্রীয় পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয় অভিষেক সম্পর্কে অশালীন ইঙ্গিত করে লেখেন, ‘‘নিজের ঘরের সামনে ...(একটি শব্দ উহ্য রেখে)-কেও বাঘ মনে হয়! সমূলে ঘাস তুলে ফেলতে আমাদের সময় লাগবে না। রাজনীতিতে ভুল ধারণার কোনও চিকি‌ৎসা নেই।’’ উহ্য রাখা শব্দ কাজে লাগিয়েই টুইটে অভিষেকের জবাব, ‘‘ঠিকই বলেছেন। ...এর থেকে বিশ্বস্ত আর কেউ হয় না।’’

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বছরের প্রথম দিনে এক টিভি সাক্ষাৎকারে রাজনীতিকদের ‘সহবত’ শেখার পরামর্শ দিয়েছিলেন। তাঁর দলের শীর্ষ নেতা হিসেবে কৈলাস একটি পরিচিত শব্দ উহ্য রেখে যে ভাবে টুইট করেছেন, তাতে শালীনতা কতটা রক্ষিত হল, সেই প্রশ্ন উঠছে।

অভিষেক অবশ্য এ দিনও হুগলির পোলবায় এক সভায় ফের শাহ-কে কটাক্ষ করে বলেছেন, ‘‘উনি বাংলায় যে কোনও আসনে দাঁড়ান। আমি নিজে সেখানে দাঁড়িয়ে বিজেপির সভাপতির হাতে লাড্ডু ধরিয়ে দিল্লিতে পাঠিয়ে দেব।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Kailash Vijayvargiya BJP TMC Abhishek Banerjee
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE