Advertisement
২৭ এপ্রিল ২০২৪
CPM

‘নাম কা ওয়াস্তে’ফের যৌথ কর্মসূচি

স্বাস্থ্যবিধি মেনে বারংবার এমন ‘লোক-দেখানো’ কর্মসূচি, তা-ও আবার লোকচক্ষুর প্রায় অন্তরালে করার অর্থ কী, সেই প্রশ্নও উঠছে জোট-শিবিরে!

—ফাইল চিত্র।

—ফাইল চিত্র।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ২৮ জুলাই ২০২০ ০২:৫৬
Share: Save:

চলতি সপ্তাহেই ফের যৌথ কর্মসূচি নিয়ে পথে নামছে বাম ও কংগ্রেস। করোনা পরিস্থিতি সামাল দিতে কেন্দ্র ও রাজ্য সরকারের ‘ব্যর্থতা’র প্রতিবাদে এবং দুই সরকারের কাছেই একাধিক দাবি-দাওয়া নিয়ে আগামী ৩১ জুলাই শহরে যৌথ অবস্থান করবে তারা। তবে করোনাজনিত পরিস্থিতির কথা মাথায় রেখে এ বারের কর্মসূচি হবে ন্যূনতম লোক নিয়ে। বামফ্রন্ট ও সহযোগী ১৬ দলের বৈঠকে সোমবার এমনই সিদ্ধান্ত হয়েছে। তবে স্বাস্থ্যবিধি মেনে বারংবার এমন ‘লোক-দেখানো’ কর্মসূচি, তা-ও আবার লোকচক্ষুর প্রায় অন্তরালে করার অর্থ কী, সেই প্রশ্নও উঠছে জোট-শিবিরে! আগামী ৯ অগস্ট ‘দেশ বাঁচাও’ ডাক দিয়ে জেল ভরো কর্মসূচি নিয়েছে কেন্দ্রীয় ট্রে়ড ইউনিয়নগুলি। সেই আন্দোলনের পরে ১৫ অগস্ট এবং ৩১ অগস্টও যৌথ ভাবে কিছু কর্মসূচি নিচ্ছে বাম ও কংগ্রেস।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

CPM Congress
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE