Advertisement
২৬ এপ্রিল ২০২৪
Sujan Chakraborty

বিরোধী নেতাদের কাছে আর্জি ছাত্রদের

বিধানসভায় গিয়ে মঙ্গলবার এসএফআই, এআইএসএফ, পিএসইউ এবং ছাত্র ব্লকের নেতৃত্ব দুই বিরোধী নেতার সঙ্গে দেখা করেন।

আব্দুল মান্নান ও সুজন চক্রবর্তীর কাছে বামপন্থী ছাত্রনেতারা। —নিজস্ব চিত্র।

আব্দুল মান্নান ও সুজন চক্রবর্তীর কাছে বামপন্থী ছাত্রনেতারা। —নিজস্ব চিত্র।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ০৯ সেপ্টেম্বর ২০২০ ০৩:২১
Share: Save:

জাতীয় শিক্ষানীতির প্রতিবাদে বিধানসভার ভিতরে ও বাইরে সরব হওয়ার আর্জি নিয়ে বিরোধী দলনেতা আব্দুল মান্নান ও বাম পরিষদীয় নেতা সুজন চক্রবর্তীর দ্বারস্থ হল চার বামপন্থী ছাত্র সংগঠন। বিধানসভায় গিয়ে মঙ্গলবার এসএফআই, এআইএসএফ, পিএসইউ এবং ছাত্র ব্লকের নেতৃত্ব দুই বিরোধী নেতার সঙ্গে দেখা করেন। জাতীয় শিক্ষানীতির কেন বিরোধিতা হচ্ছে, সেই সংক্রান্ত লিখিত ব্যাখ্যা এবং কেন্দ্র ও রাজ্যের কাছে দাবির কথা তাঁরা লিখিত ভাবে বিরোধী নেতাদের হাতে তুলে দেন। এসএফআইয়ের রাজ্য সম্পাদক সৃজন ভট্টাচার্য বলেন, ‘‘রাজ্য সরকার এই শিক্ষানীতির কিছু বিষয়ের বিরোধিতা করছে। তার বাইরে আরও বিষয় আছে, তারও প্রতিবাদ হওয়া দরকার। আরএসএসের নীতি আমরা মানব না, এটাই মূল কথা। বিরোধী নেতাদের কাছে আমাদের আবেদন, বিধানসভায় তাঁরা যতটুকু সময়-সুযোগ পাবেন, এই কথাগুলো যেন তুলে ধরেন।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Sujan Chakraborty Abdul Mannan CPM
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE