Advertisement
২৬ এপ্রিল ২০২৪
general-election-2019/west-bengal

রাজ্যে তৃণমূল-কমিশন আঁতাঁতের অভিযোগ অধীরের

নির্বাচন কমিশনের নিষ্ক্রিয়তা এবং সুষ্ঠু ভাবে ভোট করতে না দেওয়ার প্রতিবাদে নির্বাচন কমিশনার সুনীল অরোরার কাছে প্রদেশ কংগ্রেসের তরফে চিঠি দিয়েছেন দলের সমন্বয় কমিটির চেয়ারম্যান প্রদীপ ভট্টাচার্যও।

অধীর চৌধুরী।—ফাইল চিত্র।

অধীর চৌধুরী।—ফাইল চিত্র।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ০৩ মে ২০১৯ ০৩:১৭
Share: Save:

তাঁর অভিযোগ তৃণমূলের ‘সন্ত্রাসের’ বিরুদ্ধে। অভিযোগ, রাজ্য নির্বাচন কমিশন এবং বিশেষ পুলিশ পর্যবেক্ষকের ভূমিকা নিয়েও। তবু শেষ পর্যন্ত অধীর চৌধুরীর দাবি, তাঁর বহরমপুর কেন্দ্রে ভোট লুঠের চেষ্টা তিনি অনেকটাই রুখতে পেরেছেন। যদিও নির্বাচন কমিশন ও পুলিশ পর্যবেক্ষকের বিরুদ্ধে অভিযোগ জানাতে আজ, শুক্রবার তিনি দিল্লিতে মুখ্য নির্বাচন কমিশনারের কাছে যাবেন বলে জানিয়েছেন।

গত ২৯ এপ্রিল বহরমপুরের ভোটের দিন দিনভর এক বুথ থেকে আর এক বুথে ছুটে বেড়াতে দেখা গিয়েছে অধীরকে। নির্বাচন কমিশনের নিষ্ক্রিয়তায় শাসক দল বুথে বুথে ছাপ্পা ভোট দিয়েছে বলে ভোটের দিনই অভিযোগ করেছিলেন মুর্শিদাবাদে কংগ্রেসের দুর্গ আগলানো অধীর। বৃহস্পতিবার কলকাতায় প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলন ডেকে তিনি অভিযোগ করলেন, ‘‘এখানকার নির্বাচন কমিশন তৃণমূলের দালাল। কমিশন সরকারি দলের সঙ্গে আঁতাঁত করে মুর্শিদাবাদের তিনটি কেন্দ্রে কংগ্রেসের জয়ের আশাকে অনিশ্চিত করার চেষ্টা করেছিল। কংগ্রেস খতমের এই অভিযানে মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লির ক্ষমতার অলিন্দে মধ্যস্থতাকারীদের সঙ্গে বোঝাপড়া করেছিলেন।’’ তবে সেই চেষ্টা রোখা গিয়েছে দাবি করে অধীর বলেন, ‘‘ওরা হামলা করেছিল। ভোটের আগের রাত থেকে বহরমপুর শহরটাকে তৃণমূল ঘিরে ফেলেছিল বাইরে থেকে আনা গুন্ডাদের দিয়ে। বহরমপুর শহরের ৯৭টি বুথে কেন্দ্রীয় বাহিনী ছিল না। ছিল রাজ্য পুলিশের হোমগার্ড। তবে আমরা সেই হামলা রুখে দিয়েছি। ভোটে আমরাই জিতব। দিদিকে দেখাব, মুর্শিদাবাদ কংগ্রেসেরই আছে, থাকবেও।’’

দিল্লি দখলের লড়াই, লোকসভা নির্বাচন ২০১৯

তৃণমূলের নেতা ও রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম অধীরকে কটাক্ষ করে বলেন, ‘‘উনি হেরে যাবেন বুঝতে পারছেন, তাই এ সব বাহানা করে ভূমিকাটা করে রাখলেন। ওঁর কেন্দ্রে তো সব বুথে কেন্দ্রীয় বাহিনী ছিল। তা হলে এত অভিযোগ কেন?’’

নির্বাচন কমিশনের নিষ্ক্রিয়তা এবং সুষ্ঠু ভাবে ভোট করতে না দেওয়ার প্রতিবাদে নির্বাচন কমিশনার সুনীল অরোরার কাছে প্রদেশ কংগ্রেসের তরফে চিঠি দিয়েছেন দলের সমন্বয় কমিটির চেয়ারম্যান প্রদীপ ভট্টাচার্যও। আগামী দুই দফার ভোট যাতে নির্বিঘ্নে হয়, অরোরার সঙ্গে দেখা করে সেই দাবিও জানাবেন।

ভোটের দিন বুথে বুথে ছুটে বেড়ানো অধীর বলেছিলেন, তাঁকে একাই সবটা সামলাতে হচ্ছে। বৃহস্পতিবার সন্ধ্যায় দিল্লি রওনা হওয়ার আগেও তিনি একাই। সঙ্গে নেই কংগ্রেসের অন্য কোনও প্রার্থীদলের অন্য প্রার্থীরা বা প্রদেশ কংগ্রেসের কেউ তাঁর সঙ্গে নেই কেন? অধীরের মৃদু জবাব, ‘‘পয়সা কোথায় সবাইকে নিয়ে যাব! আমি আমার অভিযোগটা জানাতে যাচ্ছি।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE