Advertisement
২৬ এপ্রিল ২০২৪

বিরোধীদের দাবি উড়িয়েই প্রচারে মুনমুন

বিরোধীদের অভিযোগের পাল্টা দিলেন তৃণমূল প্রার্থী মুনমুন সেন।

রিকশায় সওয়ার তৃণমূল প্রার্থী। রবিবার। ছবি: পাপন চৌধুরী

রিকশায় সওয়ার তৃণমূল প্রার্থী। রবিবার। ছবি: পাপন চৌধুরী

সুশান্ত বণিক
আসানসোল শেষ আপডেট: ১৮ মার্চ ২০১৯ ০৩:৪৩
Share: Save:

বাঁকুড়ার সাংসদ এলাকায় কাজ করেননি, আসানসোল কেন্দ্রে তৃণমূল তাঁকে প্রার্থী করার পরে থেকেই এমন অভিযোগ করছেন বিরোধীরা। রবিবার, প্রচারে নেমেই বিরোধীদের সেই অভিযোগের পাল্টা দিলেন তৃণমূল প্রার্থী মুনমুন সেন। তাঁর বক্তব্য, ‘‘বাঁকুড়ায় অনেক কাজ করেছি। আরও কিছু পরিকল্পনা ছিল। এ বার আসানসোলে কাজ করব।’’

তবে সেই সঙ্গে প্রার্থীর সংযোজন: ‘‘আসানসোল নিয়ে বিশেষ কিছু জানি না। এখানে অনেক অনুষ্ঠান করেছি এক সময়ে। এখানে কিছু কয়লা খনি আছে বলে জানি। আমি জিতবই। এখানে কাজ করতে এসেছি।’’— এ দিন সকালের শুরু থেকেই মুনমুনের ভোট-প্রচার ঘিরে প্রস্তুতি তুঙ্গে ছিল জেলার তৃণমূল নেতৃত্ব, কর্মীদের। তৃণমূলের দাবি, প্রার্থীর প্রচারে ভিড় জমিয়েছিলেন সাধারণ মানুষও।

এ দিন সকালে সাদা রঙের একটি গাড়িতে করে আসানসোলের নিঘার একটি হোটেলে আসেন মুনমুন। তার আগে থেকেই সেখানে বারবার যাতায়াত করতে দেখা গিয়েছে, জেলার এক ঝাঁক বিধায়ক, তৃণমূলের জেলা সভাপতি ভি শিবদাসন, আসানসোল পুরসভার মেয়র জিতেন্দ্র তিওয়ারি প্রমুখকে। মুনমুন আসার পরে হোটেলে আসেন রাজ্যের মন্ত্রী মলয় ঘটকও। সেখানে সাংবাদিক বৈঠক সেরে মুনমুন যান কল্যাণেশ্বরী মন্দিরে। সেখানে ছিলেন কুলটির বিধায়ক উজ্জ্বল চট্টোপাধ্যায়। জবা ফুলের মালা কিনে পুজো দেওয়া, শিবের মাথায় জল ঢালার পাশাপাশি, মন্দির চত্বরে আসা এক নবদম্পতিকে শুভেচ্ছা জানান মুনমুন।

দিল্লি দখলের লড়াই, লোকসভা নির্বাচন ২০১৯

বিকেলে, আশ্রম মোড় থেকে তাঁর সমর্থনে মিছিল হয়। কিন্তু, ভিড়ের চাপে দু’কিলোমিটার আগে টিজি ক্লাবের কাছে গাড়ি থেকে নেমে পড়তে হয় তাঁকে। হাঁটেন মিছিলেও। কিছু দূর গিয়ে এক রিকশায় ওঠেন। রিকশায় ওঠার আগে রিকশা চালককে তিনি বলেন, ‘‘আমি আপনাদের প্রার্থী। ভোট দেবেন আমাকে।’’ পরে হুড খোলা গাড়িতে প্রচার সারেন মুনমুন। তৃণমূলের জেলা নেতৃত্ব জানান, জেলার নানা প্রান্ত থেকে কর্মী, সমর্থকেরা ভিড় জমিয়েছিলেন। তৃণমূলের জেলা সভাপতি ভি শিবদাসন বলেন, ‘‘মানুষের এই ভিড়ই বলে দিচ্ছে, লোকসভায় জিতছেন আমাদের প্রার্থী।’’

ওই কথার রেশ ধরেই গত বারের তুলনায় আসানসোলে এ বার দলের পরিস্থিতি নিয়েও মন্তব্য করেন মুনমুন। তাঁর কথায়, ‘‘গত বারের তুলনায় এ বার আসানসোলে আমাদের দল অনেক বেশি সঙ্ঘবদ্ধ।’’ ঘটনাচক্রে, গত লোকসভা ভোটে এই কেন্দ্রে তৃণমূল প্রার্থীর হারের অন্যতম কারণ ছিল গোষ্ঠী-কোন্দল, দাবি করেন দলের কর্মীদেরই একাংশ।

যদিও মুনমুনের এই প্রচার সম্পর্কে বিজেপির জেলা সভাপতি লক্ষ্মণ ঘোড়ুইয়ের অভিযোগ, ‘‘উনি পাঁচ বছর বাঁকুড়ায় পুরো ব্যর্থ। এখন আসানসোলে পুনর্বাসন চাইছেন। তবে মানুষ ভোট দেবেন পদ্মফুলেই।’’ সিপিএম নেতা বংশগোপাল চৌধুরী বলেন, ‘‘উনি তো তারকা। মানুষ আগের বারের অভিজ্ঞতা থেকেই জানেন ভোট মিটলেই আর দেখা মিলবে না এঁদের।’’ মুনমুন যদিও দাবি করেন, ‘‘গত পাঁচ বছর বাঁকুড়ার সঙ্গে নিয়মিত যোগাযোগ ছিল আমার। বাঁকুড়ায় গিয়ে জিজ্ঞাসা করুন, আমাকে নিয়ে ওঁরা খুশি কি না।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE