Advertisement
২৬ এপ্রিল ২০২৪
Lok Sabha Election 2019

আচমকা বসে গেল মঞ্চ, গড়বেতায় অল্পের জন্য রক্ষা পেলেন নুসরত

বুধবার দুপুরে গোয়ালতোড়ের জোগারডাঙা অঞ্চলের ভাটমৌদি এলাকায় প্রচারে যান তৃণমূলের বসিরহাট কেন্দ্রের প্রার্থী নুসরত। ঝাড়গ্রামের দলীয় প্রার্থী বিরবাহা সরেনের সমর্থনে সভায় যোগ দিয়েছিলেন তিনি।

মঞ্চ বসে যাওয়ার পর বক্তব্য পেশ করছেন নুসরত জাহান। ছবি: ভিডিয়ো থেকে নেওয়া

মঞ্চ বসে যাওয়ার পর বক্তব্য পেশ করছেন নুসরত জাহান। ছবি: ভিডিয়ো থেকে নেওয়া

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ০৮ মে ২০১৯ ১৮:২৫
Share: Save:

মঞ্চে বসে নুসরত জাহান। পাশেই গড়বেতার বিধায়ক আশিস চক্রবর্তী-সহ অন্য নেতা-নেত্রীরা। আচমকাই মঞ্চের ডান দিকের একটি অংশ ভেঙে বসে গেল। প্রায় লাফিয়ে উঠে পড়লেন নুসরত ও আশিসবাবু। মঞ্চে থাকা এক তৃণমূল কর্মী ধরে ফেললেন নুসরতকে। বুধবার ভোটপ্রচারে পশ্চিম মেদিনীপুরের গোয়ালতোড়ে গিয়ে এমনই দুর্ঘটনার মুখ থেকে বাঁচলেন তৃণমূলের তারকা প্রার্থী। মঞ্চে বেশি লোক উঠে পড়াতেই এই বিপত্তি বলে প্রাথমিক ভাবে মনে করছেন পুলিশ ও তৃণমূল কর্মীরা।

বুধবার দুপুরে গোয়ালতোড়ের জোগারডাঙা অঞ্চলের ভাটমৌদি এলাকায় প্রচারে যান তৃণমূলের বসিরহাট কেন্দ্রের প্রার্থী নুসরত। ঝাড়গ্রামের দলীয় প্রার্থী বিরবাহা সরেনের সমর্থনে সভায় যোগ দিয়েছিলেন তিনি। সভার জন্য রাস্তার পাশে অস্থায়ী মঞ্চ গড়া হয়েছিল। উচ্চতা ছিল দু’ফুটের মতো। ১০-১৫ জনের মতো ভার বহন করার ক্ষমতা থাকলেও এক সঙ্গে ৩০-৪০ উঠে পড়ায় পিছনের এবং ডান দিকের অংশ বসে যেতে শুরু করে এবং এক সময় প্রায় নিয়ন্ত্রণ রাখাই মুশকিল হয়।

পুলিশ ও তৃণমূল সূত্রে খবর, এক সঙ্গে আচমকাই পিছনের দিকের সব খুঁটি বসে যাওয়াতেই এই বিপত্তি ঘটে। তবে সঙ্গে সঙ্গেই সভাস্থলে মোতায়েন পুলিশকর্মীরা পরিস্থিতি সামাল দেন। বিপত্তির পরে বক্তব্যও পেশ করেন নুসরত। বলেন, ‘‘অত্যধিক ভিড় বেশি হয়ে যাওয়ায় মঞ্চের একটা দিক বসে গিয়েছিল, তাই এই সমস্যা, তবে কোনও বড় ঘটনা ঘটেনি।’’ মিনিট দশেক ভাষণ দেন অভিনেত্রী।

আরও পড়ুন: ‘গণতন্ত্রের থাপ্পড়’ মন্তব্যের নিন্দায় সুষমা, সব সীমা লঙ্ঘন করেছেন মমতা, হুঁশিয়ারি বিদেশমন্ত্রীর

আরও পড়ুন: সুপ্রিম কোর্টেও স্বস্তি মোদী-অমিত শাহর, কংগ্রেসের দায়ের করা বিধিভঙ্গের মামলা খারিজ

আশিস চক্রবর্তী বলেন, ‘‘ছোট মঞ্চে বেশি লোক উঠে যাওয়াতেই এই বিপত্তি। তবে বড় কিছু হয়নি, এই রক্ষে।’’ মঞ্চের যে অংশের নীচের বাঁশ ভেঙে বসে যায় সেই দিকেই ছিলেন তৃণমূলের ব্লক সভাপতি ভাস্কর চক্রবর্তী। দাঁড়িয়ে থাকা অবস্থায় উলটে যান তিনিও। তিনিও জানান, কয়েকটি বাঁশ বসে যাওয়ায় কারণেই মঞ্চের একাংশ বসে যায়। যদিও তিনি নিরাপত্তার গাফিলতির কথা মানতে চাননি।

জেলা পুলিশের এক কর্তা বলেন, ‘‘সভাস্থলে মহিলা পুলিশ, সিভিক ভলান্টিয়ার-সহ প্রচুর পুলিশকর্মী মোতায়েন করা হয়েছিল। কিন্তু বেশি মানুষ মঞ্চে উঠে যাওয়ায় জন্যই এই ঘটনা ঘটে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE