Advertisement
২৭ এপ্রিল ২০২৪

ঝাড়গ্রামের ভারপ্রাপ্ত এসপি ফের ভারতীই

ফের ঝাড়গ্রাম পুলিশ জেলার ভারপ্রাপ্ত সুপার হলেন ভারতী ঘোষ। সোমবার ঝাড়গ্রামের পুলিশ সুপার সুখেন্দু হীরাকে বিধাননগর কমিশনারেটে ডিসি (স্পেশ্যাল) পদে বদলি করা হয়। ভারতীদেবীকে আগের মতোই পশ্চিম মেদিনীপুরের পুলিশ সুপারের পাশাপাশি, ঝাড়গ্রাম পুলিশ জেলার দায়িত্ব দেওয়া হল।

ভারতী ঘোষ ও সুখেন্দু হীরা।—ফাইল চিত্র।

ভারতী ঘোষ ও সুখেন্দু হীরা।—ফাইল চিত্র।

নিজস্ব সংবাদদাতা
ঝাড়গ্রাম শেষ আপডেট: ০৭ জুন ২০১৬ ০১:০১
Share: Save:

ফের ঝাড়গ্রাম পুলিশ জেলার ভারপ্রাপ্ত সুপার হলেন ভারতী ঘোষ। সোমবার ঝাড়গ্রামের পুলিশ সুপার সুখেন্দু হীরাকে বিধাননগর কমিশনারেটে ডিসি (স্পেশ্যাল) পদে বদলি করা হয়। ভারতীদেবীকে আগের মতোই পশ্চিম মেদিনীপুরের পুলিশ সুপারের পাশাপাশি, ঝাড়গ্রাম পুলিশ জেলার দায়িত্ব দেওয়া হল।

পুলিশ সূত্রের খবর, জুনের তৃতীয় সপ্তাহে জঙ্গলমহল সফরে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার আগে ভারতীদেবীকে ঝাড়গ্রামের ভারপ্রাপ্ত এসপি-র পদে ফেরানোর বিষয়টি তাৎপর্যপূর্ণ বলে মনে করছে প্রশাসনিক মহল। চলতি বছরের গোড়ায় রাজ্য সশস্ত্র পুলিশের ৬ নম্বর ব্যাটালিয়নের কম্যান্ডান্ট সুখেন্দু হীরাকে ঝাড়গ্রামের এসপি পদে বহাল করে রাজ্য সরকার। বিধানসভা ভোটের আগে ভারতীদেবীকে পশ্চিম মেদিনীপুরের পুলিশ সুপার পদ থেকে সরিয়ে দেয় রাজ্য সরকার। ভারতীদেবীকে জঙ্গমহলের তিন জেলার মাওবাদী দমনের বিশেষ বাহিনীর ‘অফিসার অন স্পেশ্যাল ডিউটি’ করা হয়।

ভোটের আগে পশ্চিম মেদিনীপুরের পুলিশ সুপার পদে আসেন ভাদনা বরুণ চন্দ্রশেখর। কিন্তু বিরোধীদের অভিযোগের ভিত্তিতে নির্বাচন কমিশন ভারতীদেবীকে সিআইডিতে পাঠায়। ভোটপর্ব সাঙ্গ হওয়ার পরে পশ্চিম মেদিনীপুরের পুলিশ সুপার পদে ভারতী ঘোষকে পুনর্বহাল করে রাজ্য সরকার। তারপর থেকেই পুলিশ মহলের অন্দরে গুঞ্জন ছিল, ঝাড়গ্রামেও ফের ভারপ্রাপ্ত এসপি পদে ভারতীদেবীর ফিরে আসাটা কেবল সময়ের অপেক্ষা। অবশেষে সোমবার গুঞ্জনের অবসান হল। এ দিন অবশ্য বহুবার যোগাযোগের চেষ্টা করলেও ভারতীদেবীর সঙ্গে কথা বলা যায়নি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Bharati Ghosh Reshuffle
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE