Advertisement
২৭ এপ্রিল ২০২৪
Mamata Banerjee

জেলা সভাপতিদের সঙ্গে ৫ ডিসেম্বর বৈঠক করবেন মমতা

একুশের নির্বাচনকে সামনে রেখে এবং বর্তমানে তৃণমূলের অভ্যন্তরীণ সমস্যা মেটাতে মমতার এই বৈঠক অত্যন্ত ‘তাৎপর্যপূর্ণ’ বলে মনে করছে রাজনৈতিক মহল।

মমতা বন্দ্যোপাধ্যায়। ছবি পিটিআই।

মমতা বন্দ্যোপাধ্যায়। ছবি পিটিআই।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ২৮ নভেম্বর ২০২০ ২১:২৬
Share: Save:

শুভেন্দু অধিকারীর মন্ত্রিত্ব ছাড়া এবং মিহির গোস্বামীর দলত্যাগ করে বিজেপিতে যোগ দেওয়ার পর দলের অভ্যন্তরীণ সমস্যা পর্যালোচনা করতে বৈঠকে বসতে চলেছেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল সূত্রে খবর, আগামী ৫ ডিসেম্বর সমস্ত জেলা সভাপতির সঙ্গে ভিডিয়ো কনফারেন্সে বৈঠক করবেন মমতা। দলের সাংগঠনিক পরিস্থিতি খতিয়ে দেখতেই মমতার ওই বৈঠক। এর আগে বাঁকুড়া সফরে মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন, সরকারের কাজের পাশাপাশি তিনি এ বার দলীয় কাজেও বেশি করে নজর দেবেন। সেই মতো ডিসেম্বরের প্রথমেই মেদিনীপুরে জনসভা করতে চলেছেন মমতা।

আরও পড়ুন: সিআইএসএফ-ইসিএল রেলকর্মীদের মদতেই বাংলায় সক্রিয় ছিল ‘গ্যাংস অব লালা’

আরও পড়ুন: কমিশনে সম্পত্তির ভুল তথ্য দিয়েছেন অর্জুন, অভিযোগ তৃণমূলের

একুশের নির্বাচনকে সামনে রেখে এবং বর্তমানে তৃণমূলের অভ্যন্তরীণ সমস্যা মেটাতে মমতার এই বৈঠক অত্যন্ত ‘তাৎপর্যপূর্ণ’ বলে মনে করছে রাজনৈতিক মহল। তৃণমূলের একাংশের মতে, দলের মধ্যে থেকে কোনও রকম দ্বন্দ্ব বরদাস্ত করবেন না নেত্রী। সূত্রের খবর, দলে আছেন অথচ ভিতরে ভিতরে বিজেপির সঙ্গে যোগাযোগ রাখছেন এমন নেতাদেরও সতর্ক করতে তৎপর হয়েছেন মমতা। জানা গিয়েছে, দলীয় কর্মীদের মনোভাব বুঝতে জেলা নেতাদের কাছ থেকে আগাম একটি রিপোর্টও নিতে চান মমতা। সেই রিপোর্টের ভিত্তিতে রোডম্যাপ প্রস্তুত করে ডিসেম্বর থেকে জেলা সফর শুরু করবেন মুখ্যমন্ত্রী। ওই সফরে প্রশাসনিক সভার পাশাপাশি থাকবে রাজনৈতিক সভাও।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Mamata Banerjee TMC District President
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE