Advertisement
২৭ এপ্রিল ২০২৪

মেয়র বাছতে দেড় ঘণ্টায় ভোট সোমবার

কলকাতার মেয়র-পদের নির্বাচন পর্ব দেড় ঘণ্টায় সেরে ফেলা হবে বলে পুর-প্রশাসন বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তি জারি করে জানিয়ে দিয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ৩ ডিসেম্বর, সোমবার বেলা ১টা থেকে আড়াইটে পর্যন্ত ভোট পর্ব চলবে।

মনোনয়ন জমা দিলেন মেয়র পদপ্রার্থী ফিরহাদ হাকিম। নিজস্ব চিত্র।

মনোনয়ন জমা দিলেন মেয়র পদপ্রার্থী ফিরহাদ হাকিম। নিজস্ব চিত্র।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ৩০ নভেম্বর ২০১৮ ০৩:২৫
Share: Save:

কলকাতার মেয়র-পদের নির্বাচন পর্ব দেড় ঘণ্টায় সেরে ফেলা হবে বলে পুর-প্রশাসন বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তি জারি করে জানিয়ে দিয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ৩ ডিসেম্বর, সোমবার বেলা ১টা থেকে আড়াইটে পর্যন্ত ভোট পর্ব চলবে।

মেয়র-পদে সরাসরি প্রতিদ্বন্দ্বিতা হবে তৃণমূল কংগ্রেসের পক্ষে ফিরহাদ হাকিম এবং বিজেপির মীনাদেবী পুরোহিতের মধ্যে। আজ, শুক্রবার বিকেল সাড়ে ৪টে পর্যন্ত মনোনয়নপত্র প্রত্যাহার করা যাবে। ১৪৩ জন কাউন্সিলরের (একটি ওয়ার্ড খালি) ভোট দেওয়ার জন্য অধিবেশন কক্ষে চারটি ভোটকেন্দ্র করা হচ্ছে। যাতে কাউকে বেশি ক্ষণ অপেক্ষা করতে না-হয়।

আগে কলকাতার মেয়র-পদে কখনও সরাসরি প্রতিদ্বন্দ্বিতা না-হওয়ায় কৌতূহল বাড়ছে পুর শিবিরে। তৃণমূলের পুর দল আজ, শুক্রবার দলীয় কাউন্সিলরদের নিয়ে বৈঠকে বসছে। ভোটের জন্য সেখানে কি দলীয় কাউন্সিলরদের হুইপ দেওয়া হবে? তৃণমূল নেত্রী, কাউন্সিলর মালা রায় বলেন, ‘‘দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ২২ নভেম্বর দলীয় কাউন্সিলরদের যে-বার্তা দিয়েছেন, সেটাই শেষ কথা। হুইপের কোনও প্রয়োজন নেই।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Election Mayor Selectio KMC
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE