Advertisement
২৭ এপ্রিল ২০২৪

ইনি মন্ত্রী! এ সব কী বলছেন?

দু’দিন আগে প্রকাশ্য রাস্তায় খুন হয়েছেন বাগুইআটির তৃণমৃল কর্মী সঞ্জয় রায়। ঘটনায় গ্রেফতার হয়েছেন তৃণমূলেরই এক কর্মী। সন্দেহের তালিকায় রয়েছেন দলের এক কাউন্সিলরও। ঘটনায় শাসক দলের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে এসেছে। অভিযুক্তের পাশে দাঁড়িয়ে দলের সাংসদ সৌগত রায় তৈরি করেছেন বিতর্ক। কিন্তু এ দিন রাজ্যের এক মন্ত্রী যা বললেন, তা সব বিতর্ককেই ছাপিয়ে গিয়েছে।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ২৭ ফেব্রুয়ারি ২০১৬ ১৪:৫১
Share: Save:

দু’দিন আগে প্রকাশ্য রাস্তায় খুন হয়েছেন বাগুইআটির তৃণমৃল কর্মী সঞ্জয় রায়। ঘটনায় গ্রেফতার হয়েছেন তৃণমূলেরই এক কর্মী। সন্দেহের তালিকায় রয়েছেন দলের এক কাউন্সিলরও। ঘটনায় শাসক দলের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে এসেছে। অভিযুক্তের পাশে দাঁড়িয়ে দলের সাংসদ সৌগত রায় তৈরি করেছেন বিতর্ক। কিন্তু এ দিন রাজ্যের এক মন্ত্রী যা বললেন, তা সব বিতর্ককেই ছাপিয়ে গিয়েছে।

শনিবার রাজ্যের ক্রেতা সুরক্ষামন্ত্রী সাধন পাণ্ডে বললেন, “গুলি তো সব জায়গাতেই চলে। দিল্লিতে চলে, মুম্বইতে চলে, আমেরিকাতে চলে। ব্রিটেন, জার্মানি— সব জায়গাতেই চলে। সব রাজ্যে, সব দেশে এমন কত গুলি চলে। আসলে অর্ডন্যান্স ফ্যাক্টরি এত ভাল গুলি তৈরি করছে, দু’একটা তো চলবেই। একটা বিরাট সমাজ, বিরাট দেশ, সর্বত্রই শান্তি। তবে তার মধ্যেও দু’একটা গুলি চলে। এত গুলো বাসন রান্না ঘরে থাকলে একটু টুংটাং তো হবেই।”

প্রকাশ্য রাস্তায় গুলি চলল। এক জনের মৃত্যু হল। আর সেই ঘটনা নিয়ে রাজ্যের এক মন্ত্রীর এ হেন মন্তব্যে নিন্দার ঝড় উঠেছে সব স্তর থেকে।

আরও পড়ুন:
অভিযুক্ত দলীয় নেতার পাশেই সৌগত

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

sadhan pandey
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE