Advertisement
১০ মে ২০২৪

টলিউডে রাজনীতি নয়, সতর্কবার্তা মুকুলের

গত কয়েক দিনে টলিউডে বিজেপির দু’টি গোষ্ঠী আলাদা আলাদা ভাবে সংগঠন তৈরি করে নিজেদের মধ্যে প্রকাশ্য লড়াইয়ে জড়িয়ে পড়েছে।

—ফাইল চিত্র।

—ফাইল চিত্র।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ০৫ জুলাই ২০১৯ ০২:২২
Share: Save:

তৃণমূল থেকে বিজেপিতে এসে টলিউডে প্রভাব বিস্তারের চেষ্টা করেছিলেন মুকুল রায় ঘনিষ্ঠ এক ব্যক্তি। তাঁকেই পাশে বসিয়ে টলিউড থেকে সরে আসার বার্তা দিলেন মুকুলবাবু। জানিয়ে দিলেন, মূলস্রোতের রাজনীতিতে থেকে টলিউড রাজনীতি করা যাবে না।

গত কয়েক দিনে টলিউডে বিজেপির দু’টি গোষ্ঠী আলাদা আলাদা ভাবে সংগঠন তৈরি করে নিজেদের মধ্যে প্রকাশ্য লড়াইয়ে জড়িয়ে পড়েছে। এক দিকে রাজ্য সভাপতি দিলীপ ঘোষের প্রশ্রয়ে সংগঠন তৈরি করেছেন অগ্নিমিত্রা পাল। অন্য দিকে, মুকুল-ঘনিষ্ঠ শিবির। সেই শিবিরের সভাপতিকেই সতর্ক করেছেন মুকুলবাবু।

সতর্কবার্তা অবশ্য আগেই জারি করেছিল সঙ্ঘের একাংশ। বিজেপির সাংগঠনিক সাধারণ সম্পাদক সুব্রত চট্টোপাধ্যায়ও জানিয়েছিলেন, এ ধরনের কোনও সংগঠনকে ‘মান্যতা’ দেবে না দল। রাজনৈতিক মহলের একাংশের বক্তব্য, টলিউড নিয়ে দলের ভিতর এই বিভাজন আটকাতেই প্রকাশ্যে তা মিটিয়ে নেওয়ার প্রস্তাব দিলেন মুকুলবাবু। যদিও একই সঙ্গে আরও একটি কথা হাওয়ায় ভাসছে। টলিউডে ‘অর্থ-চক্রে’ তাঁর ঘনিষ্ঠ কর্মীরা যাতে জড়িয়ে না পড়েন, সেই সতর্কবার্তাই আসলে দিতে চেয়েছেন মুকুলবাবু।

এবার শুধু খবর পড়া নয়, খবর দেখাও।সাবস্ক্রাইব করুনআমাদেরYouTube Channel - এ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Mukul Roy Tollywood Tollywood Politics
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE