Advertisement
২৭ এপ্রিল ২০২৪
nabanna

শহরে আটক পরিযায়ী শ্রমিকদের তালিকা নবান্নে

কলকাতায় মূলত আটকে আছেন বিহার, ঝাড়খণ্ড এবং ওড়িশার শ্রমিকেরাই।

ক্লান্তি: ত্রাণের অপেক্ষা করতে করতে ফুটপাতেই ঘুম। শনিবার, পোস্তা এলাকায়। ছবি: বিশ্বনাথ বণিক

ক্লান্তি: ত্রাণের অপেক্ষা করতে করতে ফুটপাতেই ঘুম। শনিবার, পোস্তা এলাকায়। ছবি: বিশ্বনাথ বণিক

শিবাজী দে সরকার
শেষ আপডেট: ১০ মে ২০২০ ০৪:৩২
Share: Save:

লকডাউনের কারণে সব রাজ্যেই আটকে রয়েছেন ভিন্ রাজ্যের মানুষ। যাঁদের বড় অংশই পরিযায়ী শ্রমিক। এই রাজ্যেও আটকে তেমন অনেকেই। কলকাতার কোন থানা এলাকায় কত জন পরিযায়ী শ্রমিক আটকে রয়ে ছেন, তার তালিকা তৈরির নির্দেশ দিয়েছিল লালবাজার। সম্প্রতি জমা পড়া সেই তালিকার বিষয়ে নবান্নকে লালবাজার জানিয়েও দিয়েছে।

পুলিশ সূত্রের খবর, চলতি সপ্তাহের গোড়ায় থানাগুলির কাছে সেই নির্দেশ পৌঁছে গিয়েছিল। বলা হয়েছিল, তাদের এলাকায় আটকে থাকা পরিযায়ী শ্রমিকদের নাম এবং তাঁরা কোন রাজ্যের বাসিন্দা, তার বিস্তারিত বিবরণ পাঠাতে। সেই তালিকা লালবাজারে জমাও পড়ে গিয়েছে। পুলিশের একটি সূত্র জানাচ্ছে, কলকাতায় মূলত আটকে আছেন বিহার, ঝাড়খণ্ড এবং ওড়িশার শ্রমিকেরাই। এ ছাড়া রাজ্যের জেলাগুলি থেকে কলকাতায় কাজ করতে এসে আটকে পড়া শ্রমিকদের তালিকাও বানানো হয়েছে। পুলিশ জানিয়েছে, থানাগুলির পাঠানো তালিকা থেকে এটা পরিষ্কার যে পরিযায়ী শ্রমিকদের বেশির ভাগই রয়েছেন বন্দর, পূর্ব এবং মধ্য কলকাতার বিভিন্ন এলাকায়। দক্ষিণ এবং উত্তর কলকাতায় এঁদের সংখ্যা অনেকটাই কম হবে বলে দাবি করেছে পুলিশের একটি সূত্র। তবে এই পরিযায়ী শ্রমিকদের কবে এবং কী ভাবে নিজের রাজ্য বা জেলায় ফেরত পাঠানো হবে, সে ব্যাপারে কোনও পুলিশকর্তাই কথা বলতে চাননি।

আরও পড়ুন: রেলের বক্তব্য অসত্য, টুইট আলাপনের, সঙ্ঘাতের পথেই রাজ্য

লালবাজার সূত্রের দাবি, এ রাজ্যে আটকে পড়া বিহার, ঝাড়খণ্ড ও ওড়িশার শ্রমিকদের সংখ্যা কত, তা জানতে ওই নামের তালিকা চেয়ে পাঠানো হয়েছিল। যা লালবাজার ইতিমধ্যেই

নবান্নকে জানিয়ে দিয়েছে। পুলিশ সূত্রের খবর, লকডাউন শুরুর পরপরই মুখ্যমন্ত্রীর নির্দেশে শহরে আটকে পড়া পরিযায়ী শ্রমিকদের ত্রাণের ব্যবস্থা করেছিল থানাগুলি। কিছু এলাকায় এখনও পুলিশ ত্রাণ পৌঁছে দিচ্ছে।

আরও পড়ুন: পরিযায়ী রাজনীতিতে ঝুলছে শ্রমিকদের ভাগ্য

পুলিশের একটি সূত্র জানাচ্ছে, রাজ্য সরকারের তরফে পরিযায়ী শ্রমিকদের জন্য একটি পোর্টাল খোলা হয়েছে। তাতেও অনেকে নিজের রাজ্যে ফেরার জন্য নাম নথিভুক্ত করেছেন।

সারা দেশে গত দেড় মাস ধরে আটকে রয়েছেন পরিযায়ী শ্রমিকেরা। তাঁদের ঘরে ফেরানোর দাবি জোরদার হওয়ায় গত ৩০ এপ্রিল পরিযায়ী শ্রমিকদের বিষয়ে ছাড়পত্র দিয়েছিল কেন্দ্রীয় সরকার। সেই মতো বিভিন্ন রাজ্যের মধ্যে যাত্রা শুরু করেছে শ্রমিকদের নিয়ে বিশেষ ট্রেন। ভিন্ রাজ্যে আটকে থাকা এ রাজ্যের শ্রমিকদের ফেরত আনতেও ন’টি বিশেষ ট্রেন চলবে আগামী সপ্তাহে।

(অভূতপূর্ব পরিস্থিতি। স্বভাবতই আপনি নানান ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। ঘটনার বিবরণ, ছবি, ভিডিয়ো আমাদের ইমেলে পাঠিয়ে দিন, feedback@abpdigital.in ঠিকানায়। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবরটি বিবেচিত হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে।)

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Migrant Labours Nabanna Lalbazar
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE