Advertisement
২৭ এপ্রিল ২০২৪

দুষ্কৃতীদের বোমায় জগদ্দলে খুন বৃদ্ধ

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মহম্মদ হালিম (৬২) নামে ওই বৃদ্ধ জুটমিলের অবসরপ্রাপ্ত কর্মী।

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ১১ জুন ২০১৯ ০৩:২৬
Share: Save:

বাড়ির সামনে দুষ্কৃতীদের বোমায় মৃত্যু হল এক বৃদ্ধের। সোমবার রাতে ওই ঘটনা ঘটে উত্তর ২৪ পরগনার জগদ্দল থানার বারুইপাড়ায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মহম্মদ হালিম (৬২) নামে ওই বৃদ্ধ জুটমিলের অবসরপ্রাপ্ত কর্মী। বাড়ির সামনে একটি পান-বিড়ির দোকান চালাতেন। এ দিন রাত ১১টা নাগাদ দোকান বন্ধ করার পর গরমের জন্য বাড়ির সামনে বসেছিলেন। সঙ্গে ছিলেন তাঁর স্ত্রী ও পড়শি দুই কিশোরও। অভিযোগ, সেই সময় এক দল দুষ্কৃতী এলাকায় ঢুকে বোমাবাজি শুরু করে। ভয়ে পালাতে গেলে তাঁকে লক্ষ্য করে বোমা ছোড়ে দুষ্কৃতীরা। মাথায় বোমার আঘাতে ঘটনাস্থলেই মারা যান হালিম। বোমায় জখম তাঁর স্ত্রী ও দুই কিশোর ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনার পর এলাকায় পৌঁছয় বিশাল পুলিশবাহিনী।

ভাটপাড়ার তৃণমূল বিধায়ক পার্থ ভৌমিকের দাবি, ‘‘নিহত মহম্মদ হালিম তৃণমূলের সক্রিয় সমর্থক ছিলেন। সেই কারণেই বিজেপির লোকজন এই কাজ করেছে।’’ যদিও অভিযোগ অস্বীকার করেছেন স্থানীয় বিজেপি সাংসদ অর্জুন সিংহ।

এবার শুধু খবর পড়া নয়, খবর দেখাও।সাবস্ক্রাইব করুনআমাদেরYouTube Channel - এ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Jagatdal Criminal Murder Crime
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE