Advertisement
২৭ এপ্রিল ২০২৪

নারী নিগ্রহের প্রতিবাদে পথে

দক্ষিণ কলকাতার কংগ্রেস কর্মীরা সোমবার তুলসী মুখোপাধ্যায়দের নেতৃত্বে বালিগঞ্জ ফাঁড়ি থেকে মিছিল করে গিয়ে গড়িয়াহাটে মাবনবন্ধন করেন।

দেশ জুড়ে ধর্ষণ ও নারী নিগ্রহের ঘটনায় প্রতিবাদ। —নিজস্ব চিত্র।

দেশ জুড়ে ধর্ষণ ও নারী নিগ্রহের ঘটনায় প্রতিবাদ। —নিজস্ব চিত্র।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ০৩ ডিসেম্বর ২০১৯ ০১:০৪
Share: Save:

ভিন্ রাজ্যের হায়দরাবাদ হোক বা এই শহরের কালীঘাট। একের পর এক ধর্ষণ ও নারী নিগ্রহের ঘটনার প্রতিবাদে পথে নামল বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠন।

গণতান্ত্রিক মহিলা সমিতি, ডিওয়াইএফআই, এসএফআইয়ের পাশাপাশি এসইউসি এবং সিপিআই (এম-এল) লিবারেশনের নানা শাখা সংগঠন পথে নেমেছে ইতিমধ্যেই। দক্ষিণ কলকাতার কংগ্রেস কর্মীরা সোমবার তুলসী মুখোপাধ্যায়দের নেতৃত্বে বালিগঞ্জ ফাঁড়ি থেকে মিছিল করে গিয়ে গড়িয়াহাটে মাবনবন্ধন করেন। হায়দরাবাদে গণধর্ষণ-কাণ্ডে অপরাধীদের ফাঁসির দাবিতে মিছিল করে নারী নিগ্রহ বিরোধী নাগরিক কমিটি। একই দাবিতে মোমিনপুর মোড়ে সন্ধ্যা বিক্ষোভ মিছিল করেন আশুতোষ চট্টোপাধ্যায়ের নেতৃত্বে এক দল কংগ্রেস কর্মী।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Crime Rape Murder women
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE