Advertisement
২৭ এপ্রিল ২০২৪

ভর্তি-জট খুলতে বৈঠক আজ

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের কলা বিভাগের স্নাতক স্তরের ভর্তি প্রক্রিয়া নিয়ে বিতর্ক মেটেনি। আজ, সোমবার কর্মসমিতির বৈঠকে ভর্তি প্রক্রিয়া নিয়ে আলোচনা হবে। 

যাদবপুর বিশ্ববিদ্যালয়। —ফাইল চিত্র।

যাদবপুর বিশ্ববিদ্যালয়। —ফাইল চিত্র।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ২২ এপ্রিল ২০১৯ ০৫:১৪
Share: Save:

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের কলা বিভাগের স্নাতক স্তরের ভর্তি প্রক্রিয়া নিয়ে বিতর্ক মেটেনি। আজ, সোমবার কর্মসমিতির বৈঠকে ভর্তি প্রক্রিয়া নিয়ে আলোচনা হবে।

চলতি মাসে কলা বিভাগের ভর্তি কমিটি সিদ্ধান্ত নেয়, এ বারেও ভর্তি হবে গত বারের নিয়মে। বিতর্ক শুরু হয়। গত বছর ইতিহাসের

প্রবেশিকা ঘিরে বিতর্কের জেরে তদন্ত কমিটি সুপারিশ করে, প্রবেশিকা হলে মেধা-তালিকা তৈরিতে ৫০% সেই পরীক্ষা থেকে নেওয়া হোক, বাকি ৫০% নেওয়া হোক স্কুল স্তরের সর্বশেষ পরীক্ষায় প্রাপ্ত নম্বর থেকে। কিন্তু স্থির হয়েছে, গত বছরের নিয়ম মানা হবে।

বিতর্ক বেধেছে ইংরেজি আর তুলনামূলক সাহিত্যে ভর্তি নিয়ে। উপাচার্য সুরঞ্জন দাস কলা বিভাগের ডিন এবং ইংরেজি ও তুলনামূলক সাহিত্যের শিক্ষকদের ডেকে কথা বলেছেন। ১০০% নম্বরই প্রবেশিকা থেকে না-নিয়ে ওই দুই বিষয়ে স্কুল স্তরের সর্বশেষ পরীক্ষায় প্রাপ্ত নম্বরের কিছুটা রাখার কথা বলা হয়েছে। শিক্ষা সূত্রের খবর, কর্মসমিতির বৈঠকে আলোচনার পরে দুই বিভাগ কিছুটা নমনীয় হতে পারে। তখন কর্মসমিতি থেকে এই সিদ্ধান্ত ফের ভর্তি কমিটিতে যেতে পারে পুনর্বিবেচনার জন্য। কারণ ভর্তি নিয়ে সিদ্ধান্তের ক্ষমতা আছে

ভর্তি কমিটিরই।

পদার্থবিদ্যা ও গণিত বিভাগ চায় প্রবেশিকা ও স্কুল স্তরের সর্বশেষ পরীক্ষায় প্রাপ্ত নম্বরের যোগফলের ভিত্তিতেই ভর্তি হোক স্নাতক স্তরে। এই বিষয়ে আগে বিজ্ঞান বিভাগের ভর্তি কমিটিতে আলোচনা

হওয়ার কথা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Meeting Jadavpur University
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE