Advertisement
২৭ এপ্রিল ২০২৪
Coronavirus

পড়ুয়ার প্রস্তাব

আইসিএমআর-এর পরামর্শ এবং সহায়তা নিয়ে এমন পদ্ধতি কাজে লাগানো যায় কি না, সেই প্রস্তাব দিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি পাঠাল অষ্টম শ্রেণির এক ছাত্র।

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ০৮ এপ্রিল ২০২০ ০১:২০
Share: Save:

করোনা থেকে যাঁরা সুস্থ হয়ে উঠেছেন, তাঁদের শরীরে কোভিড-১৯ মোকাবিলার অ্যান্টিবডি ভাল পরিমাণে পাওয়া যাবে। গ্রুপ মিলিয়ে ওই সেরে ওঠা মানুষের শরীর থেকে অ্যান্টিবডির উপস্থিতি-সহ রক্ত করোনা রোগীর শরীরে পাঠাতে পারলে উপকার পাওয়া যেতে পারে। আইসিএমআর-এর পরামর্শ এবং সহায়তা নিয়ে এমন পদ্ধতি কাজে লাগানো যায় কি না, সেই প্রস্তাব দিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি পাঠাল অষ্টম শ্রেণির এক ছাত্র। চিঠির প্রতিলিপি দেওয়া হয়েছে মুখ্যমন্ত্রীকেও। দক্ষিণ ২৪ পরগনা জেলার উস্থি থানা এলাকার শিরাকোলের ছাত্র সুজিত ঠাকুর চিঠিতে ভবিষ্যতের কথা ভেবে পিপিই-র জন্য ন্যাশনাল রিপোজটরি তৈরি-সহ আরও কিছু প্রস্তাব দিয়েছে প্রধানমন্ত্রীকে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Coronavirus Narendra Modi Student ICMR
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE