Advertisement
২৬ এপ্রিল ২০২৪
State news

কংগ্রেসে মিশে গেল ইউনিয়ন মুসলিম লিগ, যোগ দিল আরও

প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্রের হাত থেকে কংগ্রেসের পতাকা হাতে তুলে নেন তিনি। তাঁর নেতৃত্বে পশ্চিমবঙ্গের মুসলিম লিগ দলটিও এ দিন কংগ্রেসের সঙ্গে মিশে গেল।

প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্রের হাত থেকে পতাকা তুলে নিচ্ছেন অন্য দলের কর্মী-সমর্থকেরা। —নিজস্ব চিত্র।

প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্রের হাত থেকে পতাকা তুলে নিচ্ছেন অন্য দলের কর্মী-সমর্থকেরা। —নিজস্ব চিত্র।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ০৭ জানুয়ারি ২০১৯ ২৩:০৯
Share: Save:

পশিচমবঙ্গের ইউনিয়ন মুসলিম লিগ শাখা মিশে গেল কংগ্রেসে। সোমবার বিধানভবনে গিয়ে কংগ্রেসের পতাকা হাতে তুলে নেন এ রাজ্যের ইউনিয়ন মুসলিম লিগের সভাপতি শাহেনশা জাহাঙ্গির।

প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্রের হাত থেকে কংগ্রেসের পতাকা হাতে তুলে নেন তিনি। তাঁর নেতৃত্বে পশ্চিমবঙ্গের মুসলিম লিগ দলটিও এ দিন কংগ্রেসের সঙ্গে মিশে গেল।

এ ছাড়াও এ দিন আরও অন্য দলের কর্মী সমর্থকেরাও কংগ্রেসে যোগ দেন। রাজ্য তৃণমূলের তফসিলি জাতি, তফসিলি উপজাতি, অন্যান্য অনগ্রসর জাতি সেলের সম্পাদিকা কল্যাণী হালদারের নেতৃ্ত্বেও বেশ কিছু কর্মী-সমর্থক এ দিন কংগ্রেসে যোগ দেন।

আরও পড়ুন: কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের অবসরের বয়স বাড়ল

সিপিআই (এম) নেতা ইফতেকার ইউসুফের নেতৃত্বেও প্রায় ১০০০ বাম কর্মী-সমর্থক কংগ্রেসে যোগ দেন এ দিন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Congress কংগ্রেস
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE