Advertisement
০৮ মে ২০২৪

লড়াইয়ে নেই তো চেয়ার নেই, কড়া বার্তা সূর্যের

রাজ্যের বিরোধী পরিসরে যখন দ্রুত জমি দখল করছে বিজেপি, সেই সময়ে নবান্ন অভিযানকে সামনে রেখেই সংগঠনকে ঝাঁকুনি দিতে চাইছে সিপিএম। রাস্তায় নেমে আন্দোলনে দেখা না গেলে দলে কারও জায়গাই নিশ্চিত নয় বলে কড়া হুঁশিয়ারি দিলেন সিপিএমের রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র।

ফাইল চিত্র।

ফাইল চিত্র।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ১১ মে ২০১৭ ০৪:২০
Share: Save:

রাজ্যের বিরোধী পরিসরে যখন দ্রুত জমি দখল করছে বিজেপি, সেই সময়ে নবান্ন অভিযানকে সামনে রেখেই সংগঠনকে ঝাঁকুনি দিতে চাইছে সিপিএম। রাস্তায় নেমে আন্দোলনে দেখা না গেলে দলে কারও জায়গাই নিশ্চিত নয় বলে কড়া হুঁশিয়ারি দিলেন সিপিএমের রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র।

নবান্ন অভিযানের প্রস্তুতি হিসাবে কলকাতা জেলা সিপিএমের সমাবেশ ছিল বুধবার। সদ্য জার্মানি থেকে ফিরে রানি রাসমণি অ্যাভিনিউয়ে এ দিনের সমাবেশে মূল বক্তা ছিলেন সূর্যবাবু। সেখানেই তাঁর বক্তব্য, ‘‘শুধু সভা, সমাবেশ, স্বাক্ষর সংগ্রহে থেমে থাকলে হবে না। দাবি আদায় করার জন্য সক্রিয় হতে হবে। পিবিএম (পলিটব্যুরোর সদস্য) থেকে এএম (সহায়ক সদস্য) — সবাইকে লড়াইয়ের ময়দানে থাকতে হবে। ল়ড়াইয়ে নেই, এমন কারও পার্টির চেয়ারে থাকা চলবে না!’’ আগামী ২২ মে ‘নবান্ন চলো’র দিন যে কোনও পরিস্থিতির মোকাবিলা করার জন্য দলের সকলকে যে তৈরি থাকতে হবে, তা-ও স্মরণ করিয়ে দিয়েছেন রাজ্য সম্পাদক। কলকাতার সমাবেশে ভিড় হয়েছিল ভালই। বক্তা ছিলেন রবীন দেব, নিরঞ্জন চট্টোপাধ্যায়, রূপা বাগচী, আর্শাদ আলিও।

আরও পড়ুন: গরিব-কল্যাণে মন দেবেন ঠাকুরভক্ত পিনাকী

সূর্যবাবু এ দিন বোঝাতে চেয়েছেন, শুধু নানা রকম দাবি তুলে ক্ষান্ত হলে চলবে না। দাবি আদায় করার জন্য ঝাঁপাতে হবে। মানুষের সঙ্গে সংযোগ ফিরে পাওয়ার জন্য মহল্লায় বিনা পয়সায় টিউশন দেওয়া, পরিষেবা পেতে মানুষকে সাহায্য করার পরামর্শ দিয়েছেন তিনি। সেই সঙ্গেই বুঝিয়ে দিয়েছেন, বিজেপি ও তৃণমূলের নীতিতে ফারাক নেই। দু’দলের বিরুদ্ধেই তীব্র লড়াই চলবে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Suryakanta Mishra CPIM
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE