Advertisement
২৭ এপ্রিল ২০২৪
West Bengal

রাজ্যে তিন আসনে উপনির্বাচন ১৯ নভেম্বর, ভোট গণনা ২২-এ

লোকসভা ও বিধানসভা উপনির্বাচনের দিনক্ষণ ঘোষণা করে দিল নির্বাচন কমিশন। তমলুক ও কোচবিহার লোকসভা কেন্দ্র এবং মন্তেশ্বর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন হচ্ছে ১৯ নভেম্বর। একই দিনে দেশের বিভিন্ন প্রান্তে আরও ২টি লোকসভা কেন্দ্র এবং ৭টি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন অনুষ্ঠিত হবে।

—প্রতীকী ছবি।

—প্রতীকী ছবি।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ১৭ অক্টোবর ২০১৬ ১৬:২৬
Share: Save:

লোকসভা ও বিধানসভা উপনির্বাচনের দিনক্ষণ ঘোষণা করে দিল নির্বাচন কমিশন। তমলুক ও কোচবিহার লোকসভা কেন্দ্র এবং মন্তেশ্বর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন হচ্ছে ১৯ নভেম্বর। একই দিনে দেশের বিভিন্ন প্রান্তে আরও ২টি লোকসভা কেন্দ্র এবং ৭টি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন অনুষ্ঠিত হবে।

শুভেন্দু অধিকারী নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্র থেকে জয়ী হয়ে রাজ্যে তৃণমূলের দ্বিতীয় মন্ত্রিসভার পরিবহণ মন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর তমলুক লোকসভা কেন্দ্রের সাংসদ পদে ইস্তফা দিয়েছেন। ফলে ওই আসনটি শূন্য হয়েছে। আর কোচবিহার আসনটি শূন্য হয়েছে তৃণমূল সাংসদ রেণুকা সিংহের প্রয়াণে। বর্ধমান জেলার মন্তেশ্বর বিধানসভা কেন্দ্রটিও শূন্য হয়েছে তৃণমূল বিধায়ক সজল পাঁজার প্রয়াণে। জাতীয় নির্বাচন কমিশন জানিয়েছে, চলতি মাসের ২৬ তারিখে ওই কেন্দ্রগুলিতে উপনির্বাচনের বিজ্ঞপ্তি জারি হবে। মনোনয়ন পত্র জমা নেওয়া হবে ২ নভেম্বর পর্যন্ত। ৫ নভেম্বর মনোনয়ন প্রত্যাহারের শেষ তারিখ। ১৯ নভেম্বর ভোটগ্রহণ হবে। ২২ নভেম্বর ভোট গণনা হবে।

শুধু পশ্চিমবঙ্গে নয়, দেশের অন্য কয়েকটি রাজ্যেও ওই একই দিনে উপনির্বাচনের ভোটগ্রহণ হবে। লোকসভা কেন্দ্রগুলির মধ্যে রয়েছে অসমের লখিমপুর এবং মধ্যপ্রদেশের শাহদোল। তার সঙ্গে অসম, অরুণাচল প্রদেশ, মধ্যপ্রদেশ ও পুদুচেরির ১টি করে এবং ত্রিপুরার ৩টি বিধানসভা কেন্দ্রেও ওই একই দিনে ভোট নেওয়া হবে।

আরও পড়ুন: তমলুকে বিজেপির প্রার্থী হতে চান লক্ষ্মণ শেঠ

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE