Advertisement
২৬ এপ্রিল ২০২৪

দায় শিক্ষকদেরও, বার্তা শিক্ষামন্ত্রীর

কলেজে-বিশ্ববিদ্যালয়ে অশান্তির ঘটনায় অভিযোগের আঙুল উঠছে তৃণমূল ছাত্র সংগঠনের দিকে। কিন্তু শিক্ষক দিবসের অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় মনে করালেন, শিক্ষার পরিবেশ সুস্থ রাখার দায়িত্ব শিক্ষকদেরও।

শেষ আপডেট: ০৬ সেপ্টেম্বর ২০১৬ ০৪:০৭
Share: Save:

কলেজে-বিশ্ববিদ্যালয়ে অশান্তির ঘটনায় অভিযোগের আঙুল উঠছে তৃণমূল ছাত্র সংগঠনের দিকে। কিন্তু শিক্ষক দিবসের অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় মনে করালেন, শিক্ষার পরিবেশ সুস্থ রাখার দায়িত্ব শিক্ষকদেরও। নজরুল মঞ্চে সোমবার শিক্ষকদের সম্মান প্রদানের মঞ্চে তিনি বলেন, ‘‘আপনারা এমন কোনও কাজকে প্রশ্রয় দেবেন না, যা শিক্ষার পরিবেশকে কলুষিত করে।’’ কেউ কেউ প্রশ্ন তুলছেন, শিক্ষাঙ্গনে গোলমাল কি শিক্ষকেরা পাকাচ্ছেন? তবে পড়ুয়াদেরও শৃঙ্খলাবদ্ধ করতে চেয়ে পার্থবাবু কাল, বুধবার তৃণমূল ভবনে ছাত্র সংগঠনকে বৈঠকে ডেকেছেন। সেখানে শৃঙ্খলার বার্তা দেওয়ার পাশাপাশি নিয়মিত ক্লাস করারও পরামর্শ তিনি দেবেন বলে দলীয় সূত্রের খবর। বিশৃঙ্খলা ঠেকাতে ছাত্র সংগঠনে কোথাও কোথাও পুরনো কমিটি রদবদলের পরামর্শও দেওয়া হতে পারে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Partha Chatterjee Education minister
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE