Advertisement
০৭ মে ২০২৪

সভার জন্য মাঠ পেল না তৃণমূল

তৃণমূলের এই অভিযোগ উড়িয়ে বিজেপির আলিপুরদুয়ার জেলা সভাপতি গঙ্গাপ্রসাদ শর্মা বলেন, “বুধবার জানতে পারি, মাদারিহাট রোডের ওই মাঠে সভা করার জন্য রেলের থেকে প্রয়োজনীয় অনুমতি নেননি তৃণমূল নেতারা। আমরা শুধু রেলকে বলেছিলাম, বিনা অনুমতিতে যেন সভা করতে দেওয়া না হয়।” 

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

নিজস্ব সংবাদদাতা
আলিপুরদুয়ার শেষ আপডেট: ০৮ ফেব্রুয়ারি ২০১৯ ০২:৪০
Share: Save:

গত শনিবার ফালাকাটার রেলের মাঠে সভা করে গিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংহ। সেখানে পাল্টা সভা করার জন্য রেলের কাছ থেকে অনুমতিও নেওয়া হয়েছিল বলে দাবি তৃণমূলের। সেই মতো মাঠে চলছিল মঞ্চ বাঁধার কাজ। কিন্তু বুধবার সন্ধ্যাবেলা হঠাৎই আরপিএফ আধিকারিকেরা এসে জানান, অনুমতি বাতিল করা হয়েছে। মঞ্চ খুলে নিতে বলেন তাঁরা।

এই ঘটনার পিছনে বিজেপির হাত দেখছে জেলা তৃণমূল। তৃণমূলের আলিপুরদুয়ার জেলা সভাপতি মোহন শর্মার অভিযোগ, ‘‘শুক্রবার মাদারিহাট রোডের ওই মাঠটিতে সভা করা হবে বলে তিন-চার দিন আগে রেলের থেকে অনুমতি চাওয়া হয়। চিঠি পেয়েই রেল কর্তারা অনুমতি দেন। কিন্তু বুধবার জেলা বিজেপির তরফে সেই অনুমতি বাতিল করতে রেলকে চিঠি দেওয়া হয়। তার পরই রেল অনুমতি বাতিলের কথা আমাদের জানান।”

তৃণমূলের এই অভিযোগ উড়িয়ে বিজেপির আলিপুরদুয়ার জেলা সভাপতি গঙ্গাপ্রসাদ শর্মা বলেন, “বুধবার জানতে পারি, মাদারিহাট রোডের ওই মাঠে সভা করার জন্য রেলের থেকে প্রয়োজনীয় অনুমতি নেননি তৃণমূল নেতারা। আমরা শুধু রেলকে বলেছিলাম, বিনা অনুমতিতে যেন সভা করতে দেওয়া না হয়।”

বিজেপির আপত্তিতে অনুমতি বাতিল হয়েছে, এই অভিযোগ অবশ্য মানতে চাননি রেলকর্তারা। উত্তর-পূর্ব সীমান্ত রেলের আলিপুরদুয়ারের ডিআরএম চন্দ্রবীর রমণ বলেন, ‘‘রেলের মাঠ ব্যবহারের অনুমতি চেয়ে বুধবার তৃণমূল আমাদের চিঠি দেয়। চিঠি পাওয়ার আধ ঘণ্টার মধ্যেই তা রেলের সদর দফতরে পাঠিয়ে দেওয়া হয়। কিন্তু সেখান থেকে কোনও নির্দেশ আসার আগে তৃণমূল মাঠে মঞ্চ বাঁধতে শুরু করে। তাই অনুমতি না মেলা পর্যন্ত তাদের মঞ্চ বাঁধা বন্ধ রাখতে বলা হয়।’’

ঘটনাটি শোনার পরে জেলার অনেকেই বলছেন, এত দিন তৃণমূলের বিরুদ্ধে যে অভিযোগ তুলতেন বিরোধীরা, এ বারে সেটাই ফিরে এল শাসকদলের মুখে। বিজেপির কারও কারও দাবি, অমিত শাহ থেকে যোগী আদিত্যনাথ, সকলের ক্ষেত্রেই হেলিকপ্টার নামানো নিয়ে নানা বাধা তৈরি করেছিল তৃণমূল। যোগীর তো একাধিক সভা বাতিল করে দিতে হয়। এ বারে বেনিয়মের জন্য রেলই তৃণমূলের সভা বাতিল করে দিয়েছে।

যদিও রেলের মাঠ না পেলেও শুক্রবারের প্রস্তাবিত জনসভাটি বাতিল করছে না তৃণমূল। মাদারিহাট রোডে রেলের মাঠের কাছের ডাকবাংলো মাঠে সভা হবে। গঙ্গাপ্রসাদের অভিযোগ, “আমাদের কর্মী-সমর্থক যাতে প্রধানমন্ত্রীর সভায় পৌঁছতে না পারেন, তাই এ দিন পাল্টা সভার ডাক দিয়েছে তৃণমূল।” জবাবে মোহন বলেন, “যাঁরা নিজের জেলায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সভায় চার হাজার লোক জড়ো করতে পারেন না, তাঁরা অন্য জেলার জনসভায় কত লোক নিতে পারবেন, তা সবাই বোঝেন।”

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

TMC Kharagpur Rail RPF
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE