Advertisement
২৬ এপ্রিল ২০২৪
WB STF

বাদুড়িয়ায় বসে লস্করের হয়ে সংগঠন, পাকড়াও কলেজ ছাত্রী

লস্করের বিভিন্ন মডিউলের যোগাযোগের উপর নজর রাখতে গিয়ে কেন্দ্রীয় গোয়েন্দাদের নজরে আসে একটি হোয়াটস অ্যাপ গ্রুপের।

লস্কর যোগে ধৃত কলেজ ছাত্রী তানিয়া পরভীন। —নিজস্ব চিত্র।

লস্কর যোগে ধৃত কলেজ ছাত্রী তানিয়া পরভীন। —নিজস্ব চিত্র।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ১৯ মার্চ ২০২০ ২০:২৮
Share: Save:

লস্কর এ তৈবার সঙ্গে যোগ সন্দেহে বাদুড়িয়ার এক কলেজ ছাত্রীকে গ্রেফতার করল রাজ্য পুলিশের স্পেশ্যাল টাস্ক ফোর্স। গোয়েন্দাদের দাবি, বেশ কয়েক বছর ধরে লস্করের স্লিপার সেলের সদস্য হিসাবে সক্রিয় ভাবে ওই তরুণী লস্করের সংগঠন তৈরি করছিলেন।

পাশাপাশি রাজ্যের বিভিন্ন প্রান্তে ধর্মীয় উন্মাদনা ছড়িয়ে জিহাদের জমি তৈরি করছিলেন ওই কলেজ ছাত্রী।

সূ্ত্রের খবর, লস্করের বিভিন্ন মডিউলের যোগাযোগের উপর নজর রাখতে গিয়ে কেন্দ্রীয় গোয়েন্দাদের নজরে আসে একটি হোয়াটস অ্যাপ গ্রুপের।

জানা যায় সেই গ্রুপটি চালানো হচ্ছে কলকাতার উপকনণ্ঠ থেকে। সেই সূত্র ধরেই রাজ্য পুলিশের গোয়েন্দারা হদিশ পান তানিয়া পরভীন নামে বছর ২২-এর ওই তরুণীর।

আরও পড়ুন: আমলা পুত্রের মতোই ‘বেপরোয়া’ বিলেতফেরত তরুণী, আতঙ্ক দক্ষিণের অভিজাত আবাসনে

এক তদন্তকারী বলেন, ওই তরুণীর কার্যকলাপের উপর দীর্ঘদিন ধরে নজর রাখা হচ্ছিল। ওই তরুণী রাজ্যের বিভিন্ন প্রান্তে যেমন গিয়েছেন তেমনি দিল্লি এবং কাশ্মীরেও গিয়েছেন বলে জানা গিয়েছে। এর পরই ওই তরুণীকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়। জেরায় জানা গিয়েছে ওই তরুণী প্রায় ৫০ টি হোয়াটস অ্যাপ গ্রুপের অ্যডমিন। সেই গ্রুপ গুলি থেকে জিহাদি মতাদর্শ ছড়ানো হচ্ছে।

ওই তরুণীর হ্যান্ডলার অর্থাৎ ওই তরুণীকে নির্দেশ দেওয়া হচ্ছে পাকিস্তান থেকে। বিলাল নামে এক লস্কর জঙ্গি ওই তরুণী হ্যান্ডলার। বিলাল ছাড়াও আরও বেশ কিছু লস্কর জঙ্গির সঙ্গে নিয়মিত যোগাযোগ পাওয়া গিয়েছে ওই তরুণীর। গোয়েন্দাদের দাবি, ওই তরুণীর হোয়াটস অ্যাপ গ্রুপ থেকে লস্করের প্রচুর প্রচার মূলক বয়ান এবং সাংগঠতিক নথি পাওয়া গিয়েছে। তিনটি মোবাইল পাওয়া গিয়েছে ওই তরুণীর কাছ থেকে। বেশ কিছু জিহাদি বইও পাওয়া গিয়েছে বলে দাবি গোয়েন্দাদের। তদন্তকারীরা জানিয়েছেন, লস্কর সদস্য পরিচয়ে ওই তরুণীর সঙ্গে পাক গুপ্তচর সংস্থা আইএসআইয়ের আধিকারিকও যোগাযোগ রাখছিলেন ওই তরুণীর সঙ্গে।

আরও পড়ুন: কোয়রান্টিন নয়, ছুটির মেজাজে সবার সঙ্গেই বিদেশ-ফেরত অভিষেক, দেবেন ভাষণও!

এক তদন্তকারী বলেন, ধৃত তরুণীর মোবাইলের চ্যাট বিশ্লেষণ করে জানতে হবে কাদের কেদের ইতিমধ্যেই জিহাদি কার্যকলাপে নিয়োগ করা হয়েছে। লস্কর ওই তরুণীকে দিয়ে ঠিক কি পরিকল্পনা করছিল তাও জানতে হবে। তদন্তকারীদের ধারণা ওই তরুণীকে সামনে রেখে লস্কর প্রাথমিক সংগঠন তৈরি করছিল। গোয়েন্দাদের সন্দেহ লস্করের বিভিন্ন মাপের কয়েক জন নেতাও এ রাজ্য ঘুরে গিয়েছেন সংগঠন তৈরি করতে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Baduria college student WB STF LeT cadre
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE