Advertisement
২৬ এপ্রিল ২০২৪

আবাসন থেকে খলিলকে সরিয়ে শোভনকে বার্তা!

কলকাতার মেয়র শোভন চট্টোপাধ্যায়ই আবাসন দফতরের মন্ত্রী। রাজনৈতিক মহলের একাংশের অনুমান, শোভনবাবুকে বার্তা দিতেই খলিলের হাত থেকে আবাসন দফতর সরিয়ে নেওয়া হল।

শোভন চট্টোপাধ্যায়। —ফাইল চিত্র।

শোভন চট্টোপাধ্যায়। —ফাইল চিত্র।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ২৪ এপ্রিল ২০১৮ ১৬:১১
Share: Save:

কয়েক জন আইএএস অফিসারের দফতর বদল করল রাজ্য সরকার। আইএএস অফিসার খলিল আহমেদের দফতর বদল খুবই তাৎপর্যপূর্ণ। খলিল আবাসন ও কলকাতা পুরসভার কমিশনারের দায়িত্ব সামলাচ্ছিলেন। নতুন নির্দেশে আবাসন দফতর আর তাঁর হাতে থাকল না। তিনি শুধু পুর কমিশনারের দায়িত্ব সামলাবেন।

কলকাতার মেয়র শোভন চট্টোপাধ্যায়ই আবাসন দফতরের মন্ত্রী। রাজনৈতিক মহলের একাংশের অনুমান, শোভনবাবুকে বার্তা দিতেই খলিলের হাত থেকে আবাসন দফতর সরিয়ে নেওয়া হল।

আবাসন দফতরের নতুন সচিব হলেন নগরোন্নয়ন সচিব ওঙ্কার সিংহ মিনা। নগরোন্নয়ন দফতরের দায়িত্ব পেলেন সুব্রত গুপ্ত। তিনি জলসম্পদ ও অনুসন্ধান দফতরের সচিব ছিলেন। অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রেনিং ইনস্টিটিউটের (এটিআই) ডিজি হৃদেশমোহন জলসম্পদ দফতরের সচিব হলেন। এটিআই-এর ডিজি হলেন কৃষিসচিব সঞ্জীব চোপড়া। নতুন কৃষিসচিব হলেন নন্দিনী চক্রবর্তী। খাদ্য প্রক্রিয়াকরণ দফতরও থাকবে তাঁর হাতে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Khalil Ahmed Sovan Chatterje
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE