Advertisement
২৭ এপ্রিল ২০২৪

অগস্টেই এমবিএ-র পাঠ সেন্ট জেভিয়ার্সে

জ্যাট, ক্যাট, জিম্যাট-এর মতো প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণেরা জেভিয়ার্সের এমবিএ কোর্সে ভর্তির জন্য আবেদন করতে পারবেন বলে বিশ্ববিদ্যালয় সূত্রে জানানো হয়েছে।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ২০ এপ্রিল ২০১৮ ০৩:১২
Share: Save:

ভর্তি প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। ৭ অগস্ট এমবিএ (মাস্টার অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন) পড়ানো শুরু করে দিচ্ছে সেন্ট জেভিয়ার্স বিশ্ববিদ্যালয়। বৃহস্পতিবার এক সাংবাদিক বৈঠকে এ কথা জানান উপাচার্য ফেলিক্স রাজ।

জ্যাট, ক্যাট, জিম্যাট-এর মতো প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণেরা জেভিয়ার্সের এমবিএ কোর্সে ভর্তির জন্য আবেদন করতে পারবেন বলে বিশ্ববিদ্যালয় সূত্রে জানানো হয়েছে। স্পোর্টস ম্যানেজমেন্ট অ্যাকাডেমিও গড়তে চাইছেন জেভিয়ার্স-কর্তৃপক্ষ। সেই জন্য তাঁরা রাজ্য সরকারের কাছে ১০ একর জমি চেয়ে আবেদন করতে চলেছেন বলে জানান উপাচার্য।

এমবিএ পড়ানোর জন্য ‘অল ইন্ডিয়া কাউন্সিল অব টেকনিক্যাল এডুকেশন’ (এআইসিটিই)-এর ছাড়পত্র পেয়েছে সেন্ট জেভিয়ার্স বিশ্ববিদ্যালয়। তার ভিত্তিতেই রাজারহাট ক্যাম্পাসে ২০১৮-’১৯ শিক্ষাবর্ষে ‘জেভিয়ার্স বিজনেস স্কুল’ চালু হচ্ছে। ৬০ জন করে পড়ুয়া নিয়ে মোট দু’টি বিভাগে বিপণন, মানবসম্পদ, ব্যবস্থাপনা এবং অর্থ সংক্রান্ত বিষয়ে এমবিএ পড়ানো হবে ওখানে। মোট চারটি সেমেস্টারে চলবে পঠনপাঠন। প্রতি সেমেস্টারের জন্য খরচ পড়বে প্রায় দু’লক্ষ টাকা। পড়ুয়াদের জন্য তৈরি হচ্ছে হস্টেল।

উপাচার্যের দাবি, রাজ্যের শিক্ষা ব্যবস্থার মান উন্নয়ন সংক্রান্ত কাজে এই বিজনেস স্কুল দারুণ পদক্ষেপ। ‘‘এই স্কুল জেভিয়ার্স অ্যাসোসিয়েশন অব ম্যানেজমেন্ট ইনস্টিটিউটসের সদস্য। সেখানে আছে এক্সএলআরআই (জামশেদপুর), এক্সআইএমবি (ভুবনেশ্বর), এলআইবিএ (চেন্নাই) এর মতো এমবিএ কলেজ,’’ বলেন উপাচার্য।

স্নাতক ও স্নাতকোত্তর বিষয়ে বেশ কয়েকটি নতুন পাঠ্যক্রমেরও ঘোষণা করেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। উপাচার্য বলেন, ‘‘রাজারহাটের এই ক্যাম্পাস ১৭ একর জমির উপরে তৈরি। স্পোর্টস ম্যানেজমেন্ট অ্যাকাডেমি গড়তে আরও ১০ একর জমি দরকার। মুখ্যমন্ত্রীর কাছে জমি চেয়ে দ্রুত আবেদন জানাচ্ছি।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE