Advertisement
২৬ এপ্রিল ২০২৪

তৃণমূলের দিকে দেশ তাকিয়ে: মুখ্যমন্ত্রী

জাতীয় রাজনীতিতে দায়িত্ব নিতে দলকে সব দিক থেকে তৈরি রাখতে চান মমতা বন্দ্যোপাধ্যায়।সেই লক্ষ্যেই নিজেদের রাজনৈতিক ও প্রশাসনিক দক্ষতা প্রমাণে জোর দিলেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল-প্রধান।

বক্তা: তৃণমূলের বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার। —নিজস্ব চিত্র।

বক্তা: তৃণমূলের বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার। —নিজস্ব চিত্র।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ২২ জুন ২০১৮ ০৪:৪৬
Share: Save:

জাতীয় রাজনীতিতে দায়িত্ব নিতে দলকে সব দিক থেকে তৈরি রাখতে চান মমতা বন্দ্যোপাধ্যায়।

সেই লক্ষ্যেই নিজেদের রাজনৈতিক ও প্রশাসনিক দক্ষতা প্রমাণে জোর দিলেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল-প্রধান। বৃহস্পতিবার দলের সভায় তিনি বলেন, ‘‘সারা দেশের মানুষ আমাদের দিকে তাকিয়ে আছেন। আপনারা ভাল করে কাজ না করলে দেশের মানুষের কাছে কী জবাব দেব?’’ এই পরিস্থিতিতে দলের রাশ যে আবার অনেকটাই তিনি নিজের হাতে তুলে নেবেন, তারও ইঙ্গিত দিয়ে মমতা বলেন, ‘‘এ বার থেকে পঞ্চায়েতের কাজকর্মে নজরদারি করব। জেলা পরিষদের সভাধিপতি আমি ঠিক করব।’’

দল বা প্রশাসনে কোনও বিচ্যুতি দেখলে তিনি কাউকেই বার করে দিতে দ্বিধা করবেন না, এ দিন বারবারই তা জানিয়ে দিয়েছেন মমতা। দুর্নীতি সম্পর্কে পঞ্চায়েতে সদ্যনির্বাচিত সদস্যদের উপস্থিতিতে তিনি বলেন, ‘‘দু’টাকার চাল দেব আর কার্ড নিজের কাছে রাখব তা হবে না। রেশন কার্ড রেখে দেয় অনেকেই। এই রকম হলে আমি গ্রেফতার করিয়ে দেব।’’

পঞ্চায়েত নির্বাচনে টিকিট বিলিতে অনিয়মের উল্লেখ করে নিজের মনোভাব স্পষ্ট করে দিয়েছেন মমতা। তিনি বলেন, ‘‘কয়েকটা ব্লকে দলের পুরনোদের টিকিট দেওয়া হয়নি। নিজেদের লোক দেখে দেওয়া হয়েছে। এটা ক্ষমা করব না। যাঁদের দেওয়া হয়নি, তাঁদের আমি ডেকে নেব।’’ সদ্যসমাপ্ত পঞ্চায়েত নির্বাচনে সব জেলা পরিষদই পেয়েছে তৃণমূল। তবে বহু জায়গায় নীচের তলায় তৃণমূল হেরে গিয়েছে। সে সম্পর্কে মমতা বলেন, ‘‘যারা হেরেছেন, নিজেদের দোষে হেরেছেন। আমি মানুষকে দোষ, দিই না। আপনার চালচলন মানুষের পছন্দ না হলে মানুষ তা ফিরিয়ে দেবে।’’

লোকসভা ভোটের আগে দল ও দলের নির্বাচিত জনপ্রতিনিধিদের করণীয় কী? এ দিন নেতাজি ইন্ডোরের দলীয় সভায় তা নির্দিষ্ট করে দিলেন মমতা। প্রশাসনিক কাজে স্বচ্ছতা, জনসংযোগ ও গতির কথা বলেছেন তিনি। পাশাপাশি সংগঠনকেও অনৈতিক কাজকর্ম, গোষ্ঠীদ্বন্দ্ব, বিশৃঙ্খলা থেকে দূরে রাখতে প্রকাশ্যে কড়া দাওয়াইয়ের কথা বলেছেন। দলের ভাবমূর্তির কথা মনে করিয়েই মমতা বলেন, ‘‘পার্টি অফিসে আমরা বসি। মানুষ আসেন। সেখানে আমাদের আচরণ এমন হওয়া উচিত যাতে মানুষের শ্রদ্ধা হয়।’’ দলের অফিস ও পঞ্চায়েতের অফিসের মধ্যে যে ফারাক রয়েছে, সে কথাও মনে করিয়ে দিয়েছেন তৃণমূল নেত্রী।

আরও পড়ুন: কেউ বাড়ি করলে তোমাকে টাকা দেবে কেন? ভরা সভায় এক নেতাকে ধমক মমতার

লোকসভার সাংসদ তহবিলের অর্থ খরচ নিয়ে অসন্তোষ প্রকাশ করে তিনি বলেন, ‘‘এ নিয়ে বলতে বলতে আমি ক্লান্ত। লোকসভা ভোটের আগে টাকা খরচ করুন।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE