Advertisement
১৯ মার্চ ২০২৪

প্রেম ও মোহভঙ্গের গল্প

যে কোনও ভাল ছবি ফ্র্যাঞ্চাইজ়ি হয়ে উঠলে চাপ বাড়ে। আগের ছবিকে ছাপিয়ে যাওয়ার চাপ।

রূম্পা দাস
শেষ আপডেট: ১৭ নভেম্বর ২০১৮ ০০:০০
Share: Save:

যে কোনও ভাল ছবি ফ্র্যাঞ্চাইজ়ি হয়ে উঠলে চাপ বাড়ে। আগের ছবিকে ছাপিয়ে যাওয়ার চাপ। তার সঙ্গে যদি নেহাত ছবি তৈরি করতে হবে বলেই গল্প লিখতে হয়, তা হলে মুশকিল। সেটাই কাঁটা ‘ফ্যান্টাস্টিক বিস্টস: দ্য ক্রাইম অব গ্রিন্ডেলওয়াল্ড’-এর। জে কে রোওলিংয়ের হ্যারি পটার যতটা আশা জুগিয়েছে, চরিত্রগুলো নিয়ে আমরা ‘মাগল’রা যত পাগলামো করেছি, ততই হতাশ করেছে ‘ফ্যান্টাস্টিক...’-এর দ্বিতীয় ছবি।

অনুমান ছিলই, গ্রিন্ডেলওয়াল্ড (জনি ডেপ) জেল থেকে পালিয়ে ভেল্কি দেখাবে, ধ্বংস হয়ে যাওয়া অবস্‌কিউরাস থেকে মুক্তি পাওয়া এক চিলতে অংশ নিয়ে ফিরবে ক্রেডেন্স (এজ়রা মিলার), স্পেলকে বুড়ো আঙুল দেখিয়ে জেকব (ড্যান ফগলার) ঠাঁই নেবে জাদু-দুনিয়ায়, নিউট (এডি রেডমেইন) টিনার (ক্যাথরিন ওয়াটারস্টন) প্রেমে পড়বেই! তেমনই হয়েছে। সঙ্গে এসেছে নাগিনী (ক্লডিয়া কিম)। ক্রেডেন্সের সঙ্গে সম্পর্ক তৈরি হয়েছে। ফিরেছে লিটা (জ়ো ক্রাভিৎজ়)। নিউট-লিটা-থেসিয়াস বা লিটা-নিউট-টিনার প্রেমের টানাপড়েনও আছে। মোদ্দা কথায়, ক্রেডেন্স কি আত্মপরিচয় জানতে পারবে? নিউট কোন দলে নাম লেখাবে? গ্রিন্ডেলওয়াল্ডের দল কতটা শক্তিশালী হবে? দলবাজিতে কে কার প্রতিপক্ষ— এ নিয়েই গল্প।

চরিত্র তৈরির কাজটা দুর্দান্ত গতিতে উতরেছিলেন রোওলিং। ইয়েটসও পরিচালনা মন্দ করেননি। দ্বিতীয় ছবি শ্লথ। হলে বসে চোখের দু’পাতা ভারী হয়ে এলে বেজে ওঠে চেনা সুর। হগওয়ার্টসের ঝলকানি। সেখানে অবশ্য যুবক ডাম্বলডোর (জুড ল) ছাত্রছাত্রী প়ড়াচ্ছে। তবে দুর্ভাগ্য, জুড ল নেহাতই জুড হয়ে থেকে গিয়েছেন। ডাম্বলডোর হয়ে ওঠা হয়নি। কথায় আছে, পুরনো চাল ভাতে বাড়ে। সেটাই হয়েছে গ্রিন্ডেলওয়াল্ডের ক্ষেত্রে! গোটা ছবিতে দাপিয়ে বেড়িয়েছেন ডেপ। গ্রিন্ডেলওয়াল্ড শুধু শয়তানই নয়, সে কাবু করে ফেলে কথায়, চালে, রাজনীতিতে। সেখানেই ডেপ কেল্লা মাত করেছেন। আর এডিকে ফিরে দেখা তো প্রাপ্তি বটেই।

ফ্যান্টাস্টিক বিস্টস: দ্য ক্রাইম অব গ্রিন্ডেলওয়াল্ড পরিচালনা: ডেভিড ইয়েটস অভিনয়: এডি, জনি, জুড ৫.৫/১০

ডাম্বলডোর সমকামী কি না, তার জবাব মিলবে। কিন্তু আমরা কি আদৌ ডাম্বলডোরের যৌনগত অবস্থান নিয়ে চিন্তিত? ডাম্বলডোর ও গ্রিন্ডেলওয়াল্ডের একে অপরের বিরুদ্ধে না লড়ার পণ ভাঙতে পারে। যেমন ভেঙেছে ছবির প্রায় সব ক’টা প্রেম। যেমন ভাঙছে উইজ়ার্ডের জাদুতে এনচ্যান্টেড হয়ে যাওয়া আমাদের মতো মাগলদের মোহ। তৃতীয় ছবিতে কী হতে পারে, সেটা অনুমেয়। রোওলিংকে অনুরোধ, নো ম্যাজরা জাদু না জানলেও স্বপ্ন দেখতে জানে। সেটা ভাঙবেন না!

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE