
সব খবর প্রতি সকালে আপনার ইনবক্সে
ঋদ্ধির নতুন ছবির নাম ‘হেলিকপ্টার ইলা’ কেন?
বলিউডে অনেকগুলো ছবি হয়ে গিয়েছে তাঁর। তা সত্ত্বেও প্রদীপ সরকারের ‘ইলা’ ঋদ্ধি সেনের কাছে স্পেশ্যাল। ছবিতে কাজলের মতো অভিনেত্রী রয়েছে, তাও প্রথম টিজ়ারে মুখ বলতে শুধু ঋদ্ধিরই। জাতীয় পুরস্কারপ্রাপ্ত এই অভিনেতা তাতে উচ্ছ্বসিতও! কিন্তু ছবির নাম বদলে ‘হেলিকপ্টার ইলা’ কেন? ‘‘ওটাই রহস্য। কিছু দিন অপেক্ষা করলেই বোঝা যাবে হেলিকপ্টারের মানে,’’ বললেন ঋদ্ধি।
আরও খবর
বাছাই খবর