Advertisement
২৬ এপ্রিল ২০২৪

প্রথম প্লেব্যাক

অনুপম কেন ভাবলেন, নোবেল তাঁর গানের সঙ্গে সুবিচার করতে পারবেন?

নোবেল-অনুপম

নোবেল-অনুপম

শেষ আপডেট: ১২ মার্চ ২০১৯ ০০:৩৮
Share: Save:

এখনও ‘সা রে গা মা পা’-র ফাইনাল রাউন্ড হয়নি। কিন্তু নোবেলকে চেনেন না, টেলিভিশন দেখা এমন বাঙালি কম। তিনি এ বার গাইবেন অনুপম রায়ের কথায়-সুরে। তা-ও সৃজিত মুখোপাধ্যায়ের ‘ভিঞ্চিদা’ ছবিতে। এত বড় ব্যানারে, নামকরা পরিচালকের ছবিতে জীবনের প্রথম প্লেব্যাক গাইতে পেরে স্বভাবতই গর্বিত নোবেল।

অনুপম কেন ভাবলেন, নোবেল তাঁর গানের সঙ্গে সুবিচার করতে পারবেন? ‘‘আমি ‘সা রে গা মা পা’-এ এক বার পারফর্ম করতে গিয়েছিলাম। তখনই নোবেলের সঙ্গে আমার আলাপ হয়। কথা বলে ছেলেটিকে বেশ ভাল লাগে। আর গানটা তো ও ভালই গায়। ইউটিউবেও ওর কিছু গান শুনেছি আমি। সেগুলোও বেশ ভাল। আমি তো সব সময়েই নতুন গলার খোঁজে থাকি। তাই মনে হয়েছিল, নোবেলকে একটা সুযোগ দেওয়া যেতে পারে,’’ বলছিলেন অনুপম। গানটার নাম ‘তোমার মনের ভেতর’। ছবিটা যেহেতু থ্রিলার, তাই এই গানটায় একটা রকের মেজাজ রয়েছে, তার সঙ্গে গানটি ‘এজি’ও। ‘সা রে গা মা পা’-এর সঙ্গে কোনও চুক্তির সমস্যাও হয়নি নোবেলের। সম্প্রতি গানের রেকর্ডিং শেষ করলেন তাঁরা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Nobel Anupam Roy Vincida Srijit Mukherjee
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE