Advertisement
২৬ এপ্রিল ২০২৪

জলে ভাসুক মাটির গাছ

এমনটাও আবার হয় নাকি? জলপদ্ম, শালুকের পাশাপাশি এ বার জলেই ভাসবে পিটুনিয়া, লিলি, ফার্ন। সৌজন্যে হরেক ধরনের ফ্লোটিং প্ল্যান্টারএমনটাও আবার হয় নাকি? জলপদ্ম, শালুকের পাশাপাশি এ বার জলেই ভাসবে পিটুনিয়া, লিলি, ফার্ন। সৌজন্যে হরেক ধরনের ফ্লোটিং প্ল্যান্টার

রূম্পা দাস
শেষ আপডেট: ২৩ মার্চ ২০১৯ ০০:০০
Share: Save:

বারান্দার রেলিংয়ে, ঘরের কোনায় কিংবা ছাদের মেঝে জুড়ে হরেক ধরনের গাছ দেখতে ভালই লাগে। কিন্তু যদি বাড়ির চারপাশে থাকে খোলামেলা একটু পরিবেশ, তা হলে কি অন্য রকম ভাবে বাগান সাজানোর ইচ্ছে জাগে না? অনেকেই ইদানীং সামান্য পরিসরের বাগানের এক পাশে ছোট্ট পুকুর বা জলাশয় তৈরি করা পছন্দ করেন। সেই মিনি পন্ড সাজানোর জন্য স্বাভাবিক ভাবেই আসে অনেক ভাবনা। কিন্তু তাতে গাছ বলতে কি শুধু জলপদ্ম, শাপলা কিংবা ওয়াটার লিলি জাতীয় জলজ উদ্ভিদ? মোটেই নয়। এখানেই আসে ফ্লোটিং প্ল্যান্টারের ধারণা। অর্থাৎ আপনার বাগানের পুকুরে ভাসবে এমন গাছ, সাধারণত যা মাটি ছাড়া বাঁচেই না। কিন্তু কী ভাবে সম্ভব তা? ফ্লোটিং প্ল্যান্টারের সাহায্যে কী ভাবে জলে ভাসবে গাছ, রইল তার হদিশ।

ফ্লোটিং প্ল্যান্টার যেমন বাজারে বা বড় নার্সারিতে কিনতে পারবেন, তেমন আবার নিজের হাতেই তৈরিও করে ফেলতে পারেন। বেশ কয়েক রকম ভাবে তৈরি করা যায় এই প্ল্যান্টার।

প্রথমেই আসা যাক ফ্লোটিং রিংয়ে। নাম থেকেই বোঝা যায় যে এটি এক ধরনের রিং, যা সহজেই ভাসতে পারে জলে। এই রিংয়ের মধ্যে ফুলের টব রেখে দিয়ে জলে ভাসিয়ে দিতে পারেন। এটি বানানোর জন্য প্রয়োজন পুল ওয়াগল বা পুল নুডল, প্লাস্টিকের তৈরি কালো রঙের টব, গ্যালভানাইজ়ড স্টিল ওয়্যার, ওয়াটারপ্রুফ টেপ ইত্যাদি। বলে নেওয়া প্রয়োজন, এ ক্ষেত্রে ব্যবহৃত পুল নুডলের মাঝে যেন ফাঁক থাকে। তার মাঝ দিয়েই ঢুকিয়ে দেওয়া হবে গ্যালাভাইনাইজ়ড স্টিল ওয়্যার। এ বার নুডলের দু’টি মুখে তারের বাঁধুনি দিয়ে বেঁধে টেপ লাগিয়ে দিন। এতে বেশ শক্তপোক্ত হবে রিং। রিংয়ের মাঝে কালো টব বসিয়ে টব-সহ রিং কালো কাপড় দিয়ে মুড়ে নিন। প্রয়োজনে ভাল গ্লু, স্টেপলার ও টেপ ব্যবহার করতে পারেন। কালো টবের মাঝে প্রথমে কিছুটা পাথর কুচি ভরে রাখুন। এতে জলে টব ভাসলে তা উল্টে যাবে না। এ বার তার উপরে বসিয়ে দিন গাছ সমেত যে কোনও টব। টব-সহ নুডল রিং এ বার জলে ভাসিয়ে দেখুন। আপনা আপনিই তা ভেসে বেড়াবে জলে।

অনেকেই পলিস্টেরিন বোর্ড কেটে তৈরি করে নেন ফ্লোটিং প্ল্যান্টার। আবার কেউ কেউ অব্যবহৃত পুরনো টায়ারের মাঝেই বসিয়ে দেন ফুলের টব। এ ছাড়া মডেল নৌকোর মাঝেও অনেকে বাহারি ফুলের টব রেখে ভাসান। তবে ফ্লোটিং প্ল্যান্টার তৈরি করলেই হল না। তার জন্য কিছু ছোট ছোট বিষয়ও খেয়াল রাখতে হবে।

টবের নীচে ছিদ্র থাকা আবশ্যিক। এর ফলে জল সহজে নিষ্কাশিত হবে। কারণ মাটি সব সময়ে ভেজা থাকলে তা বেশ কিছু গাছের বেঁচে থাকার জন্য অন্তরায় হয়। তাই জল নিষ্কাশন গুরুত্বপূর্ণ।

জলে ভাসমান গাছগুলিতে দরকারে জল দিতে হতে পারে। কারণ, গাছগুলি জলে ভাসলেও তা জলজ নয়। তাই বড় আঁকশি রাখতে পারেন। এর সাহায্যে ফ্লোটিং প্ল্যান্টার টেনে এনে গাছে জল দিয়ে আবার ভাসিয়ে দিতে পারেন।

ফ্লোটিং প্ল্যান্টারের ধারগুলোয় থাক লতানে গাছ। ফুল ভর্তি লতানে গাছের মাঝে রাখুন ছোট গাছ। এতে ধারগুলো গাছের ফুল ও পাতায় ভরে থাকবে। কালো টব বা পুল নুডল চোখে পড়বে না মোটেও। দূর থেকে দেখতেও লাগবে দারুণ।

তা হলে এ বার সাধের বাগানের ছোট্ট পুকুরে পাশাপাশি থাক জলপদ্ম, পিটুনিয়া, লিলি, আইভি— এমনই আরও কত কী...

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Tree
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE