Advertisement
০৩ মে ২০২৪

শারদীয় পদাবলী

শুরু হয়ে গিয়েছে কাউন্ট ডাউন। হাতে গোনা আর কয়েকটি দিন। তার পরেই শুরু দেবী পক্ষের । এ সময়ে সেজে ওঠে প্রকৃতি, বাঙালির মনও। রসনাও বাদ যায় না । তাই এ বারে আপনার রান্নাঘর’-এ তিনটি চেনা পদকে অচেনা স্বাদে হাজির করালেন অমৃতা পাল, পিঙ্কি সরকার এবং রেখা সরকার।শুরু হয়ে গিয়েছে কাউন্ট ডাউন। হাতে গোনা আর কয়েকটি দিন। তার পরেই শুরু দেবী পক্ষের । এ সময়ে সেজে ওঠে প্রকৃতি, বাঙালির মনও। রসনাও বাদ যায় না । তাই এ বারে আপনার রান্নাঘর’-এ তিনটি চেনা পদকে অচেনা স্বাদে হাজির করালেন অমৃতা পাল, পিঙ্কি সরকার এবং রেখা সরকার।

শেষ আপডেট: ১৫ সেপ্টেম্বর ২০১৪ ০০:০২
Share: Save:

ব্রকোলি টিক্কা কাবাব

উপকরণ

• ব্রকোলি: (খুব ছোট করে টুকরো করা) ১ বাটি • সেদ্ধ করা আলু: (মাঝারি আকারের)১ টা
• পেঁয়াজ: ১ টা (কুচি)
আদা কুচি (ঝিরি করে কাটা) • রসুন কুচি • গোটা জিরে: (ফোড়নের জন্য)
• লঙ্কা গুঁড়ো: (১/২ চা-চামচ) • নুন আন্দাজমতো • সাদা তেল: (৩ চা চামচ),ব্রেড ক্রাম্বস

প্রণালী

• কড়াইতে ১ চামচ সাদা তেল দিয়ে গোটা জিরে ফোড়ন দিন।
• এর পর এতে পেঁয়াজকুচি দিয়ে হাল্কা করে ভাজুন এবং একে একে আদা কুচি, রসুন কুচি দিয়ে দিন।
• এবার খুব ছোট করে কাটা ব্রকোলি কুচিগুলো ওর মধ্যে দিয়ে অল্প নুন, লঙ্কা গুঁড়ো -সহ নাড়তে থাকুন।
• ৩-৪ মিনিট পর মিশ্রণটি কড়াই থেকে নামিয়ে সেদ্ধ আলুর সঙ্গে ভালভাবে মিশিয়ে ছোট ছোট কাবাব এর আকারে গড়ে নিন।
• একটা ননস্টিক ফ্রাইপ্যানে ১ চামচ তেল গরম করতে দিন।
• কাবাবগুলোর দু’পিঠ ব্রেড ক্রাম্বস-এ মাখিয়ে নিয়ে একে একে তেলে দিয়ে হাল্কা করে সেঁকে নিন।
• এক দিক হয়ে গেলে উল্টে দিয়ে এবং আর ১ চামচ তেল প্যানে দিন।
• দু’পিঠ সেঁকা হয়ে গেলে নামিয়ে নিয়ে এবং টোম্যাটো সস দিয়ে পরিবেশন করুন।
• কাবাবগুলো ডিপ-ফ্রাইও করতে পারেন।

মাটন ডাকবাংলো

উপকরণ

• মাটন: ৫০০ গ্রাম • ডিম: ৪টে • আলু: ৩টে বড় • পেঁয়াজ ৩টে বড় • আদা, রসুন বাটা পরিমাণ মতো
• একসঙ্গে বাটা গোটা জিরে, ধনে এবং শুকনো লঙ্কা • গরমমশলা বাটা • হলুদ(কাঁচা হলে ভাল হয়)
• চিনি(সামান্য) • সামান্য সরষের তেল • তেজ পাতা • সামান্য ঘি • কাশ্মিরী লঙ্কা গুঁড়ো

প্রণালী

• আলু কেটে তেলে ভেজে নিতে হবে।
• ওই তেলে সেদ্ধ করা ডিমও ভেজে নিন।
• এর পর পোঁয়াজগুলো দিয়ে ভাল করে ভেজে নিন।
• পেঁয়াজগুলো লাল হয়ে এলে আদা রসুন বাটা দিয়ে কষিয়ে নিতে হবে।
• এর পর স্বাদ মতো নুন, চিনি এবং সামান্য হলুদ দিতে হবে।
• মিশ্রণটি থেকে তেল ছেড়ে এলে ধনে, জিরে, লঙ্কা বাটা দিয়ে একটু গরম জল দিয়ে আবার কষাতে হবে।
• এ বার মাটনগুলো দিয়ে কষিয়ে নিতে হবে যত ক্ষণ পর্যন্ত তেল না ছাড়ে।
• দরকার হলে একটু জল দেওয়া যেতে পারে।
• এর পর আঁচটা কমিয়ে ভেজে রাখা আলুগুলো দিয়ে পাত্রটি ঢেকে রাখুন।
• নামানোর একটু আগে ডিমগুলো দিয়ে ভাল করে কষিয়ে নিতে হবে।
• এর পর গরমমশলা এবং সামান্য ঘি দিয়ে খানিক ক্ষণ রেখে দিতে হবে।
• গরম গরম ভাত বা রুটির সঙ্গে পরিবেশন করুন।

ভাপা ডিম

উপকরণ

• ৪ টি ডিম • ১ টি বড় পেঁয়াজ • কাঁচালঙ্কা • আদা-রসুন বাটা ২ চামচ • দুধ ১/৪ কাপ
• ১ টি বড় টমাটো • ধনে পাতা • দই ১/২ কাপ • সরষের তেল ৪-৫ চা চামচ
• পোস্ত আর কাজু বাটা (পরিমান মতো) • নুন • হলুদ

প্রণালী

• ডিমগুলো ভাল করে ফেটিয়ে নিন, ওর মধ্যে পেঁয়াজ কুচি, কাঁচালঙ্কা কুচি, আদা-রসুন বাটা,
দুধ, কোরানো চিজ (দিতেও পারেন, নাও পারেন) আর স্বাদ মতো নুন দিন, এ বার ভাল করে ফেটিয়ে নিন।
• একটা পাত্রে ভাল করে তেল মাখিয়ে তার মধ্যে ওই মিশ্রণটি ঢেলে দিন, এবার পাত্রটা প্রেশার কুকারের
মধ্যে রেখে ভাপিয়ে নিন অথবা আভেনে ২০ মিনিট ধরে মিনিট বেক করতে পারেন।
• ভাপানো হয়ে গেলে ঠান্ডা করে ছোট ছোট কিউবের আকারে কেটে নিন।
• তেল গরম করে তাতে টোম্যাটো
, লঙ্কা ও ধনে পাতার মিশ্রণটি মিশিয়ে দিন।
• কিছু ক্ষণ বাদে সরষে বাটা,দই, হলুদ, নুন মিষ্টি দিন।
• ভাল করে ফুটতে শুরু করলে পোস্ত আর কাজু বাটা দিন।
• যদি দরকার হয় তা হলে একটু জল / দুধ দিতে পারেন।
• এ বার ডিম এর টুকরোগুলো দিয়ে দিন।
• নামানোর আগে কাঁচা
সরষের তেল উপরে দিয়ে দিন।
• গরম ভাতের সঙ্গে দারুণ লাগবে।

ব্রকোলি টিক্কা
কাবাব

মাটন
ডাকবাংলো

ভাপা ডিম

অমৃতা পাল,
কানাডা

পিঙ্কি সরকার,
দুবাই

রেখা সরকার,
কনেকটিকাট

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

aapnar rannaghar your kitchen
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE