Advertisement
০২ মে ২০২৪
Dilapidated state of the school

স্কুল বাড়ির দেওয়াল থেকে খসে পড়ছে চাঙড়, আতঙ্কে পড়ুয়ারা

স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জানিয়েছেন, স্কুল বাড়ির এই অবস্থার কারণে অভিভাবকেরা ছেলে মেয়েদের স্কুলে পাঠাতে চাইছেন না।

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
হুগলি শেষ আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৩ ১৭:২৯
Share: Save:

হুগলির গুড়াপের গুড়বাড়ি জেরুল রামলাল রায় প্রাথমিক বিদ্যালয়ের ভগ্ন দশা। এই প্রাথমিক বিদ্যালয়টির বয়স প্রায় ষাট বছর। বর্তমানে এই স্কুলে ছাত্র-ছাত্রীরা সংখ্যা প্রায় ১৫০। শিশু শ্রেণী থেকে চতুর্থ শ্রেণী পর্যন্ত ক্লাস রয়েছে। বছর চারেক আগে স্কুল বাড়ির একাধিক জায়গায় ফাটল ধরা পড়ে। এর পর থেকেই যখন তখন ভেঙে পড়ছে বড় বড় চাঙড়। মাথায় কখন চাঙড় খসে পড়বে এই আতঙ্ক নিয়েই পড়াশোনা করতে আসে গ্রামের ছেলে মেয়েরা। যে কোনও মুহূর্তে বড়সড় দুর্ঘটনা ঘটে যেতে পারে বলে আতঙ্কিত শিক্ষক থেকে অভিভাবক সকলেই। স্কুলের প্রধান শিক্ষক জহর লাল রায় বলেন, দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য স্থানীয় ও জেলা প্রশাসনের পাশাপাশি শিক্ষা দপ্তরকে বিষয়টি জানানো হয়েছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement
Advertisement

Share this article

CLOSE