Advertisement
১৫ অক্টোবর ২০২৪
Cheeni 2

দু’টি চরিত্রের মধ্যে আরও ঝগড়া, বাঁদরামো, অসভ্যতা, খুনসুটি, বন্ধুত্ব: মৈনাক ভৌমিক

“এই রকম দু’জন চরিত্রের মধ্যে আরও ঝগড়া, বাঁদরামো, অসভ্যতা, খুনসুটি, মনোমালিন্য, বন্ধুত্ব দেখানো হয়েছে ছবিতে,” পরিচালক মৈনাক ভৌমিকের কাছে ‘চিনি ২’ একটি ‘পিঙ্ক সিনেমা’।

প্রতিবেদন: বৃষ্টি, চিত্রগ্রহণ: অভিষেক, সম্পাদনা: ঋতুরাজ

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ০৮ অগস্ট ২০২৩ ১৫:২২
Share: Save:

অসমবয়সী বন্ধুত্বের গল্প বলে ‘চিনি ২’। মুখ্য চরিত্রে অপরাজিতা আঢ্য এবং মধুমিতা সরকার। ‘চিনি ২’ ছবিতে আরও একটু বেশি মিষ্টত্ব আছে, জানালেন অপরাজিতা আঢ্য। “যাদবপুরে পড়ার সময় থেকেই মৈনাক ভৌমিকের ছবি নিয়মিত দেখতে যেতাম। আমি ভাবতেই পারিনি মৈনাকদা এত গুরুত্বপূর্ণ একটা চরিত্রের সুযোগ দেবে আমাকে,” আসন্ন ছবি নিয়ে উন্মাদনার সুর সৌম্য মুখোপাধ্যায়ের গলায়।

কী বলছেন পরিচালক? বরাবরই ছক ভাঙা ছবি বানাতে ভালবাসেন। ‘চিনি ২’ নতুন ও পুরনো প্রজন্মের মধ্যে সেতু তৈরি করেছে, এমনটাই মনে করছেন মৈনাক। তাঁর কথায়, “আমার মা ছয় মাস হল হোয়াটসঅ্যাপ করতে শিখেছে। গ্রুপ বানাচ্ছে, ইমোজি পাঠাচ্ছে যেগুলো আমিও জানি না। বয়স হলে আমরা একটা মানুষকে পুরনো করে দিই। অথচ চিন্তাভাবনার দিক দিয়ে আমাদের থেকে তাঁরা এগিয়ে রয়েছেন।”

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement
Advertisement

Share this article

CLOSE