‘বিশ্ব মেলে ছবির মেলায়’— সারা শহরে চ্যাপলিন আর অপুর মোলাকাত। বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে ২৮তম কলকাতা চলচ্চিত্র উৎসব। নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে বিকেল ৫টায় উৎসবের উদ্বোধনে থাকবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও রাজ্যপাল সিভি আনন্দ বোস। উপস্থিত থাকবেন অমিতাভ বচ্চন, শাহরুখ খান, শত্রুঘ্ন সিন্হা-সহ চলচ্চিত্র জগতের বহু ব্যক্তিত্বও। নন্দন, নজরুল তীর্থ, শিশির মঞ্চ-সহ কলকাতার বিভিন্ন প্রেক্ষাগৃহে ছবি দেখানো হবে ২২ ডিসেম্বর ২০২২ পর্যন্ত। প্রতি বারের মতো এই বছরেও থাকছে দেশবিদেশ থেকে আসা নানান ধরণের, নানান সময়ের ছবি। ফ্রান্স, রাশিয়া, মরক্কো, ইউক্রেনের ছবির সঙ্গে থাকছে বাংলাদেশের সাড়া জাগান ছবি ‘হাওয়া’।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy