Advertisement
০৪ মে ২০২৪
Drinking Water Crisis

জলের জন্য হাহাকার, বিদায়ী উপপ্রধানকে আটকে রেখে বিক্ষোভ রানিগঞ্জে

পাইপলাইনের মাধ্যমে জল সরবরাহের দাবিতে বিক্ষোভ দেখালেন বল্লভপুর পঞ্চায়েতের বাসিন্দারা।

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
রানিগঞ্জ শেষ আপডেট: ১৫ জুন ২০২৩ ১৯:৫৫
Share: Save:

তীব্র তাপপ্রবাহ। গরমে পুড়ছে রাজ্যের সর্বত্র। বর্ষার জন্য চাতক পাখির মত অবস্থা রাজ্যবাসীর। এরই মধ্যে দামামা বেজেছে পঞ্চায়েত নির্বাচনের। আবহাওয়া থেকে রাজ্য রাজনীতি— দুটোই এখন উত্তপ্ত। এর মধ্যে জলের দাবিতে বিক্ষোভ রানিগঞ্জের বল্লভপুর পঞ্চায়েত এলাকায়। ওই এলাকায় জলের সমস্যা থাকায় ট্যাঙ্কার করে জল সরবরাহ করা হচ্ছে। কিন্তু স্থানীয়রা দাবি তুলেছেন, জল প্রকল্পের পাইপলাইনের মাধ্যমে বাড়ি বাড়ি জল সরবরাহ করতে হবে। অভিযোগ, দীর্ঘ দিন ধরে এই দাবি থাকলেও পাইপলাইন পাতার কাজ হয়নি। এ দিন জলের ট্যাঙ্কার এলাকায় এলে ফিরিয়ে দেওয়া হয়। বিদায়ী উপপ্রধানকে বেশ কয়েক ঘণ্টা আটকে রেখে বিক্ষোভ চলে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement
Advertisement

Share this article

CLOSE